1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন

গার্মেন্টস কারখানায় দুই দশকে নিহত ২ হাজার ১১৯

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০১৪
  • ৭৭ Time View

rana plaza1বাংলাদেশের অর্থনৈতিক খাতের অন্যতম চালিকা শক্তি গার্মেন্টস শিল্প। নানা অবস্থাপনা বিশেষ করে কর্মপরিবেশ সৃষ্টি না হওয়া ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। গত ১৯৯০ থেকে ২০১৩ সাল পর্যন্ত ২৪ বছরে গার্মেন্টস শিল্পে বিভিন্ন দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২ হাজার ১১৯ জন। গত দুই দশকে ২১৪টির মতো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনাগুলোতে ৭০০ গার্মেন্টস শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে এমন ঘটনার সংখ্যা ২৫টির মতো। আর ভবন ধসে ও অন্যান্য কারণে প্রায় ২ হাজার শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ‘রানা প্লাজার ট্র্যাজেডির এক বছর : গার্মেন্টস শ্রমিকের কাজ নিরাপত্তা ক্ষতিপূরণ ও আজকের বাস্তবতা’ শীর্ষক সেমিনারের মূল প্রবন্ধে এ তথ্য তুলে ধরা হয়।

বাংলাদেশ অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন- শিরিন আক্তার এমপি, অর্থনীতিবিদ ড. প্রতিমা পাল মজুমদার, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক ড. বিনায়েক সেন ও হংকংভিত্তিক এশিয়া মনিটর রিসোর্স সেন্টারের প্রধান মিজ ওমানা।

শিরিন আক্তার বলেন, পোশাক খাতের শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার ও শ্রমিক সংগঠনগুলোকে এক সঙ্গে কাজ করতে হবে। না হলে বিদেশি চক্রান্তকারীরা আমাদের দুর্বলতার সুযোগ নেবে। রানা প্লাজার ক্ষতিগ্রস্ত সবাইকে এখনও পুনর্বাসন করা হয়নি।

অনুষ্ঠানে উপস্থিত রানা প্লাজার ক্ষতিগ্রস্ত কয়েকজন শ্রমিক ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ