1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

তিস্তা অভিমুখে বিএনপির লংমার্চ শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০১৪
  • ৬৪ Time View

BNPতিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা ব্যারেজ অভিমুখে বিএনপির লংমার্চ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর উত্তরার আজমপুর থেকে এলাকা থেকে লংমার্চের যাত্রা শুরু হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকশত নেতাকর্মী অংশ নেন। ঢাকার বিভিন্ন এলাকার নেতাকর্মীরাও এতে অংশ নিয়েছেন।

কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী,  যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ মহানগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পানির অভাবে তিস্তা নদী আজ মরুভূমিতে পরিণত হয়েছে। এতে তিস্তা অববাহিকার পরিবেশ ও জীববৈচিত্র হুমকির মুখে পড়েছে। তাই আমাদের এই লংমার্চ আমাদের ন্যায্য হিস্যা আদায়ে।

তিনি বলেন, আমাদের কর্মসূচি কারো বিরুদ্ধে নয়। আমরা জনগণের দাবি নিয়ে আমাদের অধিকার আদায়ের ব্যাপারে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে এই লংমার্চ।

লংমার্চের প্রথম পথসভাটি অনুষ্ঠিত হবে গাজীপুরের কালিয়াকৈরে। এরপর দ্বিতীয় পথসভা হবে বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইল বাইপাস মোড়ে। দুপুর সাড়ে ১২টায় সিরাজগঞ্জ পদ্মার মোড়ে, দুপুর আড়াইটায় বগুড়ার মাটির ডালি মোড়ে, বিকাল সাড়ে ৩টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহাসড়কে ও বিকাল সাড়ে ৪টায় গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত হবে।

এরপর লংমার্চ রাতে রংপুরে অবস্থান করবে। পরদিন ২৩ এপ্রিল বুধবার লংমার্চ সকাল ৯টায় পথসভা দিয়ে যাত্রা শুরু করবে। তিস্তা ব্যারেজের সামনে ডালিয়া পয়েন্টে বেলা ১১টায় সমাবেশ অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানান, যানজট এড়াতে তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে বিএনপির লংমার্চটি নয়াপল্টন থেকে নয় বিমানবন্দরের গোল চত্বর এলাকা থেকে শুরু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ