1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ অপরাহ্ন

নারীদের পুতুল বানাবেন না : মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০১৪
  • ৬৪ Time View

latif siddikiশিল্পপতি ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, নারীদের পুতুল বানাবেন না। দেশের শীর্ষ ক্ষমতায়নে এখন নারী। দেশের প্রধানমন্ত্রী নারী। নারীদের আত্মমর্যদাশীল হতে সহায়তা করুন ।

সোমবার সন্ধ্যায় হোটেল ওয়েস্টিনে আইএফআইসি ব্যাংকের মোবাইল ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আগত অতিথির অভ্যর্থনায় সাজসজ্জিত উঠতি বয়সের তরুণীদের উপস্থিতি দেখে ক্ষুদ্ধ হয়ে মন্ত্রী এসব কথা বলেন। তবে কেউ কষ্ট না পায় তাই বক্তব্যের শেষে দুঃখ প্রকাশ করেন তিনি।

আইএফআইসি ব্যাংককে মোবাইল ব্যাংকিং চালু করায় তাদের ধন্যাবাদ জানিয়ে মন্ত্রী বলেন, মন্ত্রণালয়, বিটিআরসি এবং বাংলাদেশ ব্যাংকের সমন্বয় করে এ কার্যক্রমকে এগিয়ে নিয়ে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে ত্বরান্বিত করা হবে। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সালমান এফ রহমান, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ এ সারওয়ার প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, আইএফআইসি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান, মো. লুৎফর রহমান বাদল, গ্রামীণ ফোনের সিইও বিবেক সুদ প্রমুখ।

অনুষ্ঠনে জানানো হয়, আইএফআইসি মোবাইল ব্যাংকিং-এ সঞ্চয়ী হিসাব খোলা থেকে শুরু করে নগদ টাকা লেনদেন, স্থানান্তর, রেমিট্যান্স সেবাসহ মোবাইল ব্যাংকিং-এর সাধারণ সেবাগুলো থাকবে। দেশে প্রথম বারের মতো মোবাইল ব্যাংকিং-এ নতুন সংযোগ হিসেবে ইংরেজির পাশাপাশি বাংলার ব্যবহারও রাখা হয়েছে।

গ্রামীণ ফোন, বাংলালিংক ও এয়ারটেলের গ্রাহকরা রেজিস্ট্রেশনের পরে ইউএসএসডি কোড অর্থাৎ *২৫৫# ডায়াল করে এ সেবা গ্রহণ করা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ