1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনুকূল পরিবেশ বিরাজ করছে: ড. সালেহউদ্দিন জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত : নৌপরিবহন উপদেষ্টা হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল ২০২৪-কে ১৯৭১-এর মুখোমুখি দাঁড় করানোর প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করি : মাহফুজ আলম ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে : সালাহউদ্দিন আহমদ হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে ডাকসুর মার্চ ওসমান হাদিকে গুলির ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না : সিইসি বিজয় দিবসে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় এসেছে এয়ার অ্যাম্বুল্যান্স

১০ হাজার ইউরো খরচ করে গঙ্গা-প্রকাশের শুভবিবাহ!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০১৪
  • ৬৯ Time View

cow8ভারতে সম্প্রতি জাকজমক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে দেয়া হয়েছে গঙ্গা আর প্রকাশকে মানে একটি গরু আর ষাড়কে। সাধারণত একজন মানব যুগলের বিয়েতে যেসব আনুষ্ঠানিকতা পালন করা হয়, পশুদের বিয়েতেও তাই করা হয়েছে। একটি পর্বও বাদ দেয়া হয়নি। তাইতো ব্যতিক্রমী এ বিয়েতে ১০ হাজার ইউরো ব্যয় হয়েছে।

বিয়েতে সবমিলিয়ে উপস্থিত হয়েছিল ৫ হাজারের মত অতিথি। বলাবাহুল্য অতিথিদের সবাই আশপাশের গ্রামের বাসিন্দা। গত ১৪ এপ্রিল ভারতের মধ্য প্রদেশের ইন্দোর এলাকায় গঙ্গার সঙ্গে প্রকাশের বিয়ে হয় সম্পর্ণ হিন্দু মতে। গঙ্গার অভিবাবক গোপাল পাটওয়ারি প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল রক্ষার উদ্দেশে এ বিয়ের আয়োজন করেন।
 
এ প্রসঙ্গে পাটওয়ারি বলেন,‘পাশের গ্রামে শিলাবৃষ্টি আর ভারী বর্ষণে ফসলের অনেক ক্ষতি হয়েছে। আমাদের গ্রামে যাতে এসব দুর্যোগ আঘাত না হানে এজন্য এ বিয়ের আয়োজন করা হয়।’ সাধু সন্যাসীদের পরামর্শেই তারা এ বিয়ে দেন। রীতিমত মন্ত্র পড়ে, সাত পাক ঘুরিয়ে বিয়ে দেয়া হয়েছে গঙ্গা আর প্রকাশকে। এ বিয়ের মাধ্যমে গ্রামে শান্তি ফিরে আসবে বলেও ধারণা করা হয়। ভারতের শষক্ষেত্রগুলোতে কৃষকরা গম, বার্লি, যব, ভূট্টা আর তুলা চাষ করে থাকে। প্রকৃতি সদয় থাকলেই কেবল তাদের পক্ষে এসব ফসল নিরাপদে ঘরে তোলা সম্ভব হয়। তাই এ বিয়েতে পাঁচ হাজার লোকের সমাগম হওয়াটাই ছিল স্বাভাবিক।
 
সোমবার বিয়ের দিন গঙ্গাকে লাল শাড়ি, অলঙ্কার, সিঁদুর আর মালা দিয়ে সাজানো হয়। প্রকাশকে পড়ান হয় নানা রংয়ে রাঙ্গানো শেরওয়ানি আর পাগড়ি। এইভাবে বর সেজে ঢোল ডগর বাজিয়ে কনের বাড়ি পৌঁছায় প্রকাশ। নতুন বরকে ধান আর দুর্বা দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর বধুবেশি গঙ্গাকে বিয়ের মণ্ডপে আরা হয়। একজন সাধু তাদের বিয়ের মন্ত্র পড়ান। বিয়ের আনষ্ঠানিকতা শেষ হলে তাদেরকে দম্পতি হিসেবে ঘোষণা করা হয়। তখন উপস্থিত সকলে আনন্দে ফেটে পড়ে।cow7

গঙ্গার মালিক পাটওয়ারিসহ ২৫ জনের উদ্যোগে এ বিয়ে অনুষ্ঠিত হয়।এ বিয়েতে গ্রামবাসীদের সবাই খুব খুশি। তারা আশা করছেন, গঙ্গা এবং প্রকাশ স্বাভাবিক নারী পুরুষের মতই তাদের দাম্পত্য জীবন শুরু করবে এবং তাদের পারিবারিক জীবন হবে আনন্দময়। বাচ্চা কাচ্চা নিয়ে তারা একটি সুখী পরিবার গড়ে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পাটওয়ারি। ভবিষ্যতে এ ধরণের আরো বিয়ের আয়োজন করারও ঘোষণা দিয়েছেন তিনি।

বিয়ের আয়োজন চলেছে দু মাস ধরে। সবমিলিয়ে এ বিয়েতে এক লাখ ভারতীয় রুপি(১০ হাজার ইউরো)ব্যয় হয়েছে। গ্রামবাসীদের কাছ থেকে চাঁদা নিয়ে এই বিপুল পরিমাণ অর্থ যোগার হয়েছে। ভারতে এর চেয়ে কম টাকায় অনেক নারী পুরুষের বিয়ে হয়ে থাকে। আয়োজকরা আশপাশেরগ্রামগুলোর ১০ হাজার মানুষকে বিয়ের দাওয়াতপত্র পাঠান। বিয়ে উপলক্ষে গ্রামবাসীরা তাদের সাধ্যমত অর্থ দেন। বিয়েতে হলদি, গনেশ পূঁজা, মন্ডব সাজানো এবং ফেরা এসব ভারতীয় আঁচার পালিত হয়েছে বলে জানা যায়।
 
আয়োজকরা আশা করছেন, এই বিয়ে কৃষকদের ভাগ্য সুপ্রসন্ন করবে বিশেষ করে যারা বিয়েতে মোটা অঙ্কের চাঁদা দিয়েছেন! তবে এই গরু দম্পতি রক্ত মানুষের নয়া দম্পতির মত মধু চন্দ্রিমায় পাচ্ছে কিনা সে ব্যাপারে কিছু জানাননি গঙ্গার মালিক পাটওয়ারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ