1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০১৪
  • ৮৯ Time View

Share-Market_7সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

এদিন লেনদেন শুরুর প্রথম ৫ মিনিট পর সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক ৭ পয়েন্ট বৃদ্ধি পায়। এরপর ১০টা ৪০ মিনিটে সূচক ১২ পয়েন্ট, ১০টা ৪৫ মিনিটে সূচক ১৪ পয়েন্ট, ১০টা ৫০ মিনিটে সূচক ১৩ পয়েন্ট, ১০টা ৫৫ মিনিটে সূচক ১৫ পয়েন্ট বৃদ্ধি পায়।

বেলা ১১টায় সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে ৪ হাজার ৬০৭ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে ১ হাজার ৬৮২ পয়েন্টে এবং ডিএসই শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে এক হাজার ২৪ পয়েন্টে।

এ সময় পর্যন্ত ডিএসইতে ৯৩টি প্রতিষ্ঠানের দাম বৃদ্ধি পেলেও সাধারণ সূচক বৃদ্ধি পেয়েছে ১৩ পয়েন্ট। লেনদেন হয়েছে ৫৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে ৯৩টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় ওঠানামা করছে- গ্রামীণ ফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, হাইডেলবার্গ সিমেন্ট, এবি ব্যাংক, পদ্মা অয়েল, ইউসিবিএল, বাংলাদেশ সাবমেরিন কেবল এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৩৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৮ হাজার ৯১০ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৪৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১১ হাজার ৯৩৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৪ হাজার ২০৪ পয়েন্টে অবস্থান করে।

এ সময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ