1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:১০ অপরাহ্ন

৭ এপ্রিল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০১৪
  • ৭১ Time View

uw4যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে ভারতীয় ট্রাকসহ চালক নিখোঁজ হওয়ার অভিযোগ এনে সোমবার থেকে এ বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে পেট্রাপোল বন্দরের ট্রাক শ্রমিক ইউনিয়ন।

ভারতের ২৪ পরগনা জেলার বনগাঁ মহাকুমা আইএনটিইউসির সাধারণ সম্পাদক প্রদীপ সাহা রোববার সকালে বেনাপোল স্থলবন্দরে আসেন।

এসময় তিনি বলেন, ১১ মার্চ ভারতীয় ট্রাক (নম্বর: ডই২৩-৯৬৭৫) এসিড নিয়ে বেনাপোল বন্দরে আসে। এরপর দিন থেকে ট্রাক বা চালকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিষয়টি আমরা বেনাপোল কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু ঘটনার ২৬ দিন পেরিয়ে গেলেও কোনো ফল হয়নি।

এজন্য ট্রাকসহ চালককে ফিরে পেতে বাধ্য হয়ে সোমবার (৭ এপ্রিল) থেকে অনির্দিষ্টকালের জন্য বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে, বেনাপোল বন্দরের সিঅ্যান্ডএফ ব্যবসায়ী মোস্তাফিজ্জোহা সেলিম বাংলানিউজকে জানান, ভারতীয় ট্রাক শ্রমিক নেতাদের এই অভিযোগ কতটুকু সত্য তা প্রশাসনের খতিয়ে দেখা উচিত।

বাংলাদেশে ট্রাকের দাম বেশি। তাই ভারতের এক শ্রেণীর ট্রাক চালকরা বেনাপোল বন্দরে পণ্য নিয়ে আসার পর পণ্য খালাস শেষে নির্দিষ্ট চুক্তিতে অবৈধভাবে ট্রাক এপারের পাচারকারীদের কাছে বিক্রি করে দিচ্ছে। পরে বেনাপোল বন্দর ও কাস্টমসের ঝামেলা এড়াতে ভারতে ফিরে গিয়ে ট্রাক চুরির অভিযোগ দিচ্ছে তারা।

এর আগে বেনাপোল বন্দর এলাকা থেকে এভাবে বিক্রি করা অনেকগুলো ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ