1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ অপরাহ্ন

রাজশাহীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০১৪
  • ১০০ Time View

18রাজশাহী জেলায় শনিবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০১৪ পালিত হয়েছে। রাজশাহী জেলা ও নগরী মিলে প্রায় ৩ লাখ ২৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
সকাল পৌনে ৯টার দিকে নগর ভবন চত্বরে শিশুদের ক্যাপসুল খাইয়ে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
মেয়র বলেন, শিশুদের সুস্থভাবে বেড়ে উঠার জন্য ভিটামিন ‘এ’ প্রয়োজন রয়েছে। ভিটামিন ‘এ’ খাওয়ানোর ফলে শিশু যে শুধু রাতকানা রোগ থেকে রক্ষা পায় তা নয়, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ভিটামিন ‘এ’ ডায়রিয়ার ব্যাপ্তিকাল এবং হামের জটিলতা কমায়। ফলে শিশু মৃত্যুর ঝুঁকি কমে। আর সেলক্ষ্যেই ভিটামিন ‘এ’ প্ল্যাস ক্যাম্পেইন পালিত হচ্ছে।
রাসিকের স্বাস্থ্য স্থায়ী কমিটির সভাপতি আবু বাক্কার কিনুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-৩ নূরুন্নাহার বেগম, প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী ও সচিব একেএম মাসুদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।
উল্লেখ্য, রাজশাহী সিটি করপোরেশন এলাকার ৪১টি ভ্রাম্যমাণ কেন্দ্র ও ৩৪৩টি স্থায়ী কেন্দ্রসহ মোট ৩৮৪টি কেন্দ্রে ৫৯ হাজার ২৫৬জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। এরমধ্যে ৫ মাস থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ৫৭৮ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৫৩ হাজার ৬৭৮জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। প্রতি কেন্দ্রে ৩ জন করে ১ হাজার ১৫২জন স্বেচ্ছাসেবী এ কাজে নিয়োজিত ছিলেন। ৬ থেকে ৯ এপ্রিল বাদপড়া শিশুদের অনুসন্ধান করে ওই ক্যাপসুল খাওয়ানো হবে।
অন্যদিকে, এবার রাজশাহী জেলাতে স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমাণ মোট ১ হাজার ৮৭৭টি কেন্দ্রে ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী সম্ভাব্য ২ লক্ষ ৬৯ হাজার ৭২৮জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এতে ৫ হাজার ৬১৫জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ