1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার আহ্বান ভূমিমন্ত্রীর

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০১৪
  • ৮২ Time View

sharif_land_ministerভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করে বলেছেন, যারা মাটির সাথে যুদ্ধ করে ফসল ফলায় তাদের বঞ্চিত করা যাবে না।
তিনি আজ জেলার ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে আউশ ধান ও বোনা আউশ ধান (নেরিকা) চাষে সরকারের প্রণোদনার অংশ হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও নগদ অর্থ প্রদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।
মন্ত্রী প্রকৃত কৃষকদের কৃষি উপকরণ ও সার প্রদানের উপর জোর দেন। তিনি কৃষি উপকরণ বিতরণের জন্য কৃষকদের স্বচ্ছ তালিকা তৈরী করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
ভূমিমন্ত্রী বলেন, সরকার কৃষকদের বিনা জমানতে কৃষি ঋণ প্রদানসহ বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। তিনি দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
পরে মন্ত্রী ঈশ্বরদী উপজেলার ১৯৬ জন কৃষকের মধ্যে ১৯৬ বিঘা কৃষি আবাদী জমির জন্য বিনামূল্যে ১ হাজার ৭৫ কেজি বীজ, ৩ হাজার ৯শ’ কেজি ইউরিয়া সার, ১ হাজার ৯৬০ কেজি ডিএপি, ১৯৬ কেজি এমওপি, সেচের জন্য নগদ ৫৮ হাজার ৫শ’ টাকা এবং আগাছা দমনের জন্য ৬ হাজার টাকা প্রদান করেন। প্রণোদনার মোট ব্যয় ২ লাখ ৫০ হাজার টাকা।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজার রহমান, উপজেলা কৃষি অফিসার খোরশেদ আলম ও পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বশীর আহমেদ বকুল বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ