1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

ডিসিসিতে মাছ ও কাঁচাবাজার ব্যবসায়ীদের স্মারকলিপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০১৪
  • ৭০ Time View

downloadপাঁচ দফা দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিসিসি সাউথ) প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে ঢাকা মহানগর মাছ ও কাঁচা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি।

বৃস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা মহানগর মাছ ও কাঁচা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন শিকদারের নেতৃত্বে সংগঠনের নেতারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর এ স্মারকলিপি দেন।

সংগঠনের নেতারা জানান, জনস্বার্থে সকল অবৈধ বাজার উচ্ছেদ ও যৌথ সিটি কর্পোরেশনের অফিস আদেশে গঠিত বাজার ব্যবস্থাপনা কমিটি চালু; ঢাকা সিটি কর্পোরেশন উত্তর-দক্ষিণ অসঙ্গতিপূর্ণভাবে দোকান ভাড়া বৃদ্ধি ও আদেশ বাতিল; কাঁচাবাজার এলাকায় ব্যক্তি মালিকানাধীন বাড়িঘরের নিচে কাঁচা ও মুদি দোকানের ট্রেড লাইসেন্স বাতিল; ফরমালিন প্রতিরোধের নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের হয়রানি বন্ধ, আড়তে ওজনে কম দেওয়া বন্ধ, মাছ তরকারি পরিবহনে চাঁদাবাজি, কাঁচামাল পরিবহনে যাতায়াতে অগ্রাধিকার, ভ্যান গাড়িতে কাঁচামাল পরিবহন বন্ধ এবং সিটি কর্পোরেশন কর্তৃক বরাদ্দকৃত নামজারী ট্রেড লাইসেন্স নবায়নে হয়রানি বন্ধের দাবিতে এ স্মারকলিপি দেওয়া হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি হারুন অর রশিদ ভঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম, বনানী কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম, গুলশান-২ কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এমএ মালেক, গুলশান-১ কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ আবুল কাশেম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ