1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

ম্যান্ডেলার শেষকৃত্য : উপস্থিত হচ্ছেন লাখো মানুষ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৩
  • ১০১ Time View

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার স্মরণানুষ্ঠান ও শেষকৃত্যে যোগ দিতে লাখো মানুষ যাবে দক্ষিণ আফ্রিকায়। বিশ্বের বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান প্রেসিডেন্টগণ, বিশিষ্ঠ ব্যক্তিবর্গ ও প্রথম সারির সেলিব্রেটিরা এখন প্রিটোরিয়ার পথে রয়েছেন। খবর এএফপির।

আগামী মঙ্গলবার সোয়েটোর এফএনবি স্টেডিয়ামে ম্যান্ডেলার এ শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ম্যান্ডেলাকে ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনালে এই এফএনবি স্টেডিয়ামে শেষবারের মত দেখা গিয়েছিল। ম্যান্ডেলা জোহানেসবার্গের যে বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার সামনে রাত-দিন হাজারো মানুষ আসছে তাদের প্রিয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে।

দক্ষিণ আফ্রিকার জাতির জনক ম্যান্ডেলা ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। তিনিই দেশটির প্রথম নির্বাচিত কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। এর আগে শ্বেতাঙ্গ শাসনামলে দীর্ঘ ২৭ বছর তিনি কারাভোগ করেন। ম্যান্ডলার কারাসঙ্গী লালু ইসু চিবা বলেন, ‘মাদিবা ছিলেন আমাদের জন্য, দক্ষিণ আফ্রিকার জন্য আশীর্বাদ। তিনি ছিলেন মহান নেতা মহাত্মা গান্ধীর পরিবর্তিত রূপ।’ তিনি বলেন, ‘সামনে অনেক, অনেক, অনেক প্রজন্ম আসবে। তবে ম্যন্ডেলার মত নেতা পাওয়া যাবে কিনা সন্দেহ।’ ম্যান্ডেলার প্রতি সম্মান দেখাতে গতকাল সোমবার দ. আফ্রিকার পার্লামেন্টে বিশেষ অধিবেশন আহ্বান করা হয়। ম্যান্ডেলা ২০১০ সালের ফেব্রুয়ারিতে তার কারামুক্তির ২০তম বার্ষিকী উপলক্ষে শেষবার পার্লামেন্টে উপস্থিত ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফার্স্ট লেডি মিশেল ওবামা ও যুক্তরাষ্ট্রের সাবেক তিন প্রেসিডেন্ট মঙ্গলবারের অনুষ্ঠানে অংশ নিতে দক্ষিণ আফ্রিকার পথে রয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ও জাতিসংঘ মহাসচিব বান কি-মুনসহ বিশ্ব নেতারা অনুষ্ঠানে অংশ নেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ