খন্দকের য্দ্ধু
কোরায়শরা তাদের ৪ হাজার সৈন্যসহ এসে মদীনার রওমা, জারফ এবং জাগাবার মাঝামাঝি মাজমাউল আসযালে তাঁবু স্থাপন করলো। অন্যদিকে গাতফান এবং তাদের নজদের মিত্ররা ৬ হাজার সৈন্যসহ এসে ওহুদের পূর্বদিকে জাম্ব নকমি এলাকায় তাঁবু স্থাপন করলো।
আল্লাহ তায়ালা বলেন, মোমেনরা যখন সম্মিলিত বাহিনীকে দেখলো, তখন বলে উঠলো ‘এটা তো তাই, আল্লাহ ও তাঁর রসুল যার প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তাঁর রসুল সত্যই বলেছিলেন। আর এতে তাঁদের ঈমান ও আনুগত্য বৃদ্ধি পেলো।’ (সুরা আল আহযাব, আয়াত ২২)
কিন্তু মোনাফেক ও দুর্বলচিত্তের লোকদের দৃষ্টি ওদের ওপর পতিত হলে তারা ভয়ে কেঁপে উঠলো। আল্লাহ রাব্বুল আলামীন বলেন, ‘এবং মোনাফেকরা ও যাদের অন্তরে ছিলো ব্যাধি, তারা বলছিলো, আল্লাহ এবং তাঁর রসুল আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা প্রতারণা ব্যতীত কিছুই নয়।’ (সুরা আহযাব, আয়াত ১২)
আর রাহীকুল মাখতুম, মূল : আল্লামা সফিউর রহমান মোবারকপুরী, অনুবাদ : খাদিজা আখতার রেজায়ী
– See more at: http://www.dailyinqilab.com/2013/12/10/147844.php#sthash.mpDWcCbg.dpuf