1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

বৈঠকে এরশাদ ও তারানকো

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৩
  • ১১১ Time View

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। বৈঠক শেষে জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, ‘পার্টির চেয়ারম্যান এরশাদ সাহেবের সঙ্গে এক ঘণ্টা ধরে আলোচনা হয়েছে। সার্বিক পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা সম্পর্কে তাকে (তারানকো) আমরা অবহিত করেছি। বর্তমান পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘ যথেষ্ট ধারণা রাখে। আলোচনা ফলপ্রসূ হয়েছে।’ আজ রবিবার সাড়ে নয়টার দিকে এরশাদের বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরপরে প্রধান নির্বাচন কমিশনার ও পরে প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন তারানকো।

রহুল আমিন বলেন, ‘কী করলে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিদেশিদের কাছ গ্রহণযোগ্য নির্বাচন হয়, সব দলের অংশগ্রহণ নিশ্চিত হয়, সে সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। আমরাও বলেছি। বর্তমান যে অনিশ্চয়তা, যে সমস্যা ও সংকট চলছে পার্টির চেয়ারম্যান স্যার তা তুলে ধরেছেন।’

বৈঠক প্রসঙ্গে তিনি আরও বলেন, আমাদের দলের অনেক ভালো প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে বসব। শিডিউল পরিবর্তন করতে হবে। অনতিবিলম্বে এক টেবিলে বসে দেশের সমস্যার সমাধান করতে হবে।’

সেখানে তাঁরা এক ঘণ্টা বৈঠক করেন। বৈঠক শেষে তারানকো সেখানে উপস্থিত সাংবাদিকদের কিছু না বলেই গাড়িতে করে চলে যান।

ব্রিফিংয়ে জি এম কাদের বলেন, ‘জাতিসংঘ আমাদের মতামত জানতে চেয়েছে। আমরা বলেছি, এই পরিস্থিতিতে নির্বাচন বাঞ্ছনীয় নয়। নির্বাচন পিছিয়ে দিতে হবে। পিছিয়ে দেওয়া নির্বাচনে যেন সবাই আসতে পারে, সে ব্যবস্থা করতে হবে। সব দলের আসা নিশ্চিত না হলে এই মুহূর্তে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। পরিবর্তিত পরিস্থিতিতে সুষ্ঠু পরিবেশ হলে কোনো অবস্থান রাখার সুযোগ হলে তখন আবার সিদ্ধান্ত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ