1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ পূর্বাহ্ন

নির্বাচন হচ্ছে ক্ষমতা পরিবর্তনের শান্তিপূর্ণ পথ — আনোয়ার হোসেন মঞ্জু

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৩
  • ১০৪ Time View

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, বাংলাদেশে গত ৪২ বছরেও সরকার ব্যবস্থায় শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া গড়ে না ওঠার কারণ আমাদের গণতান্ত্রিক মানসিকতার অভাব। দেশে বড় দলগুলো অসহিষ্ণুতা-হিংসা-প্রতিশোধপরায়ন রাজনীতির চর্চা করে। তাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে সব সময় এক ধরনের দ্বন্দ্ব বিসম্বাদ মাথা চাড়া দিয়ে ওঠে। তিনি গতকাল শনিবার পিরোজপুর ও ঝালকাঠি জেলার বিভিন্ন স্থানে কয়েকটি সভা সমাবেশে আরও বলেন, ব্রিটেন-আমেরিকা শত শত বছর ধরে গণতন্ত্র, মৌলিক অধিকার, কথা বলার স্বাধীনতা তথা ভাগ্যের পরিবর্তনের জন্য সংগ্রাম করেছে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা এই চেষ্টায় সক্রিয় থাকলেও কাঙ্খিত অবস্থা অর্জনে সক্ষম হইনি। এই সময়কালে বর্তমান অবস্থার মত বার বার আমাদের ক্রান্তিকাল অতিক্রম করতে হচ্ছে। বাংলাদেশের মানুষ কোন স্বাভাবিক বা সাধারণ প্রক্রিয়ায় স্বাধীনতা পায়নি। চরম ত্যাগ ও তিতীক্ষার মাধ্যমে আমাদের স্বাধীনতা এসেছে। ৪৭ এ গোলটেবিল বৈঠকে ভারতের স্বাধীনতা এসেছিল। কিন্তু ৭১ এ সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্বাধীনতা উত্তর বাংলাদেশে ৪২ বছরে শান্তিপূর্ণ পথে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আমরা নিশ্চয়তা দিতে পারি না। এক ধরনের লড়াই করার মানসিকতা এ ক্ষেত্রে বাধা। এ মানসিকতা পরিবর্তন করা দরকার। আগামীতে আমাদের শিখতে হবে কিভাবে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের পদ্ধতি স্থায়ীভাবে চালু করা যায়। আমাদের শক্তি প্রয়োগ-হিংসা-সন্ত্রাসের ধারা বদলাতে হবে। তা না হলে অবরোধ-হরতাল ইত্যাদি অনাকাঙ্খিত পথে বহু লোকের প্রাণহানি হবে। এই প্রক্রিয়া বা ধারা অব্যাহত থাকলে দেশে অশান্তি-রক্তক্ষয় যেভাবে চলছে তাতে শুধু মানুষের দুর্ভোগই বাড়বে না, দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আজ সাধারণ মানুষ, ব্যবসা-বাণিজ্য ও কল-কারখানার মালিক-শ্রমিক, কোমলমতি ছাত্র-ছাত্রী সর্বস্তরের নাগরিক এই হিংসাত্মক রাজনীতির বলি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ