1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন

শুরু হয়েছে সমাপনী পরীক্ষা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৩
  • ৭৬ Time View

jscরাজনৈতিক অস্থিরতা, উদ্বেগ ও আসন্ন নির্বাচনকে ঘিরে সৃষ্ট উত্তাপের মধ্যেই শুরু হয়েছে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা। এ পরীক্ষায় অংশ নিচ্ছে ১৯ লাখ শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)-এর ইংরেজি প্রথম পত্র এবং জুনিয়ার দাখিল সার্টিফিকেট (জেডিসি)-এর আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা চলবে বেলা ১টা পর্যন্ত।

এবার জেএসসিতে ১৫ লাখ ৮৭ হাজার ৩১৩ জন এবং জেডিসিতে তিন লাখ ১৫ হাজার ৪৩৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। আর সব মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১৯ লাখ দুই হাজার ৭৪৬ জন।

চলতি বছরের ৪ নভেম্বর থেকে সমাপনী পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু হরতালের ৪ ও ৬ নভেম্বরের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়।

৪ নভেম্বর জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং ৬ নভেম্বর বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। আর জেডিসিতে ৪ নভেম্বর কোরআন মাজিদ ও তাজবিদ এবং ৬ নভেম্বর আরবি প্রথম পত্র।

বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট নির্দলীয় সরকারের দাবিতে ৪, ৫ ও ৬ নভেম্বর সারা দেশে হরতাল করে। এতে ৩ নভেম্বর সময়সূচি পরিবর্তন করে কর্তৃপক্ষ। পরিবর্তিত সূচি অনুযায়ী ৪ নভেম্বরের পরীক্ষা হবে ৮ নভেম্বর শুক্রবার দুপুর সোয়া ২টা থেকে আর ৬ নভেম্বরের পরীক্ষা হবে ৯ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে।

এ বছর দুই হাজার ৪২০টি কেন্দ্রে ২৭ হাজার ৭৪৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে ৮ লাখ ৯৫ হাজার ৯১ জন ছাত্র এবং ১০ লাখ ৭ হাজার ৬শ ৫৫ জন ছাত্রী।

শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে। দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই তারা শ্রুতি লেখক রাখার সুযোগ পাচ্ছে পরীক্ষায়।

২০১০ সাল থেকে জেএসসি ও ২০১১ সাল থেকে জেডিসি পরীক্ষা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ