1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন

সাভারে চলন্ত বাসে ধর্ষণের চেষ্টা, আটক ২

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৩
  • ১১৪ Time View

savarসাভারে চলন্ত বাসে পোশাক শ্রমিককে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার সকাল ৬ টায় সাভারের সিঅ্যান্ডবি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- গাড়ির চালক শাহিন (২০) ও তার সহকারী হানিফ (৩০)। শাহিন শেরপুর জেলার নালিতাবাড়ী থানার বাগবেড়ী গ্রামের রহমত আলীর ছেলে আর হানিফ সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার সাহাপুর গ্রামের আজাহার আলীর ছেলে।

পুলিশ জানায়, ওই পোশাক শ্রমিক ভোরে তার নিজ কর্মস্থল ডিইপিজেডের ইয়াং ওয়ান-এর উদ্দেশ্যে যাওয়ার জন্য সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে আনন্দ সুপার পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-চ-৮৮০৬) ওঠেন। বাসে ওঠার পরপরই বাসের চালক অন্য আর কোনো যাত্রী না উঠিয়ে বাস ছেড়ে দেয় এবং বাসের হেলপার বাসের দরজা বন্ধ করে দিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে।

এসময় হরতালে টহলরত পুলিশ সদস্যরা চলন্ত বাসের ভিতরে বিষয়টি দেখে সন্দেহ হলে সেটির পিছু নেয়। পরে সাভারের বিপিএটিসির সামনে মেয়েটিকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায় চালক ও হেলপার।

পরে সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিউদ্দৌলা রেজার নেতৃত্বে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে এবং গাড়িটিকে ধাওয়া করে সাভারের সিঅ্যান্ডবি এলাকা থেকে চালক ও তার সহকারীকে আটক। এসময় আরো এক যুবক পালিয়ে যায়।

মশিউদ্দৌলা রেজা বলেন, “এ ঘটনায় বাসসহ দুই জনকে আটক করা হয়েছে এবং থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।”

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ