1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন

ফের সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৩
  • ৮৫ Time View

politecniqপেশাগত বৈষম্য দূরসহ দুই দফা দাবিতে সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষাথীরা আবারও পরীক্ষা বর্জন করে রাস্তায় নেমেছে। আজ মঙ্গলবার রাজধানীসহ সারাদেশের শিক্ষার্থীরা বিক্ষোভ ছাড়াও ভাঙচুর ও সড়ক অবরোধ করে। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ সরকার তাদের দাবি মেনে নিলেও এখন পর্যন্ত গেজেট প্রকাশ করা হয়নি।

মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁও সাতরাস্তার মোড়ে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক-অবরোধ করে। পরে পুলিশ এসে তাদের সড়ক থেকে সরিয়ে ক্যাম্পাসের ভিতরে নিয়ে যায়।

বগুড়া: বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা আজ মঙ্গলবার আবারো পরীক্ষা বর্জন করেছে। তাদের অভিযোগ সরকার তাদের দাবি মেনে নিলেও এখন পর্যন্ত গেজেট প্রকাশ করা হয়নি। এ কারণ দেখিয়ে ছাত্ররা সকাল ৯টায় বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও কোন পরিক্ষার্থীকেই হলে প্রবেশ করতে দেয়নি আন্দোলনরতরা।

সকাল সেয়া ১০টায় পরিক্ষার্থীরা পলিটেকনিকের সামনে সড়ক অবরোধ করে এবং কয়েকটি যানবাহন ভাংচুর করে। আধাঘন্টা সড়ক অবরোধ করে রাখার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রদের সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর পলিটেকনিকের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন সরকার জানান, নির্ধারিত সময় অতিবাহিত হলেও ছাত্ররা পরীক্ষা বর্জন করায় পরীক্ষা শুরু করা সম্ভব হয়নি।

রংপুর : দুই দফা দাবিতে রংপর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান গেটে তালা ঝুলিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা গেলে তালা লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

এ ঘটনায় ক্যাম্পাসে অবরুদ্ধ হয়ে পড়েছেন শিক্ষকরা। এনিয়ে ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।পরিস্থিতি মোকাবেলায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন খলিফা, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে পুলিশ প্রশাসন যেকোন অপ্রতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ময়মনসিংহ: ময়মনসিংহে পলিটেকনিক শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে ডিপ্লেমা ইঞ্জিনিয়ারদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণীতে উন্নীতকরণ ও বেতন-ভাতা বৈষম্য দূর, গেজেট সংশোধন এবং ছাত্র-ছাত্রীদের বৃত্তি ও প্রশিক্ষণ ভাতা বাড়ানোসহ কয়েকটি দাবিতে সকাল থেকেই আন্দোলন করে আসছে।

সাতক্ষীরা: সাতক্ষীরায় পরীক্ষা বর্জন করে পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

দিনাজপুর: উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ,বৃত্তিও ভাতা বৃদ্ধির গেজেট বাস্তবায়নের দাবিতে ফাইনাল পরীক্ষা বর্জন করছে দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার সকাল ১০টায় দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সকাল থেকে পরীক্ষার্থীরা ইন্সটিটিটের বাহিরে মিছিল করতে থাকে।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ফকিরতলা পলিটেকনিক ইন্সটিটিউটরে সামনে মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সংগ্রামী শিক্ষার্থীবৃন্দ সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট কমিটি আয়োজিত এই সমাবেশ ও মানববন্ধনে মঙ্গলবারের নিয়মিত পরিক্ষা বর্জন করে সরকারি পলিটেকনিকসহ জেলার বিভিন্ন বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

চাঁপাইনবাবগঞ্জ : পদবি ফিরিয়ে অন্তর্ভুক্তসহ শিক্ষার্থীদের বৃত্তি ও প্রশিক্ষণ ভাতা বাড়ানোর দাবিতে এবং সরকারের সদ্য ঘোষিত আশ্বাস লিখিতভাবে না দেয়ায় পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের শিক্ষার্থীরা।

কুষ্টিয়া: পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্রদের মুক্তির দাবিতে পরিক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিইটের শিক্ষার্থীরা। আজ সকাল ১০ টার দিকে বাকা নেতা কর্মীরা পরিক্ষা বর্জন করে ইনষ্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ