1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন

মোহাম্মাদপুরে এটিএম বুথের নিরাপত্তাকর্মী খুন

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০১৩
  • ৯১ Time View

dutch bangla bothরাজধানীর মোহাম্মদপুরে মোঃ এনামুল (২৪) নামে ডাচ বাংলা ব্যাংকের বুথের নিরাপত্তারক্ষীকে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। আজ রবিবার ভোরে নূরজাহান রোডে ওই বুথের সামনে থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোর ৫টার পর কোনো এক সময় নুরজাহান রোডে এ ঘটনা ঘটে। এনামুল সিকিউরিটি কোম্পানি এলিট ফোর্সের কর্মী ছিলেন।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) রতন জানান, ভোর সাড়ে ৫টার দিকে বুথের সামনের ফুটপাতে এনামুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে লোকজন থানায় খবর দিলে সেখান গিয়ে আমরা লাশটি উদ্ধার করি। নিহতের মাথায় দুটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুরতহাল রিপোর্ট তৈরির কাজ শেষে সকাল ১০টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরই বোঝা যাবে কিভাবে হত্যা করা করেছে।

পুলিশ আরো জানান, রাতের যেকোনো সময় তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে, এই মুহূর্তে বলতে পারছি না কি কারণে তাকে হত্য্যা করা হয়েছে। কেননা বুথে ভাংচুর করার চিহ্ন নেই।

ওই বুথের দায়িত্বে থাকা এলিট ফোর্সের দ্বিতীয় কর্মী এরশাদ জানান, তিনি বুথের ভেতরে ছিলেন। এনামুল বাইরে থেকে তালা দিয়ে বুথের সামনে বসে ডিউটি করছিলেন।

এরশাদ বলেন, ঘুমিয়ে পড়ার কারণে তিনি কিছু বুঝতে পারেননি। পরে উঠে বুঝতে পারেন, বুথের সামনে রাস্তায় লোক জমে গেছে। কিন্তু তালা বন্ধ থাকায় তিনি ভেতর থেকে বাইরেও আসতে পারছিলেন না। পরে এনামুলের পকেট থেকে চাবি নিয়ে পুলিশ গেট খুলে দিলে তিনি বের হন এবং এনামুলের মৃতদেহ দেখেন।

উল্লেখ্য, এনামুল কিশোরগঞ্জের তারাইল উপজেলার ভাওয়াইল গ্রামের আব্দুর রশীদের ছেলে। মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে ভাড়ায় বসবাস করতেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ