সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে স্থানীয় বিএনপি এক সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন এ হরতালের ঘোষণা দেন।
এদিকে রাঙ্গামটিতে, হরতালে দূরপাল্লার সব যানবাহন, নৌযান ও শহরের একমাত্র যোগাযোগের মাধ্যম সিএনজি চালিত অটোরিকশার চলাচল বন্ধ রয়েছে। নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ সর্তকাবস্থায় রয়েছে পুলিশ।
উল্লেখ্য, ৭১-এর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মঙ্গলবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।