1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন

চট্টগ্রাম-রাঙ্গামাটিতে হরতাল পালন করছে বিএনপি

Reporter Name
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০১৩
  • ১০২ Time View

hartalfএকাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশের প্রতিবাদে চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

বুধবার সকাল থেকে হরতাল চলাকালে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নাশকতা এড়াতে মঙ্গলবার রাত থেকেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। বুধবার সকাল থেকে দূরপাল্লার কোন যানবাহন শহর ছেড়ে যায়নি। তবে রিক্সা, টমটম চলাচল করছে।
সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে স্থানীয় বিএনপি এক সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন এ হরতালের ঘোষণা দেন।
এদিকে রাঙ্গামটিতে, হরতালে দূরপাল্লার সব যানবাহন, নৌযান ও শহরের একমাত্র যোগাযোগের মাধ্যম সিএনজি চালিত অটোরিকশার চলাচল বন্ধ রয়েছে। নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ সর্তকাবস্থায় রয়েছে পুলিশ।
উল্লেখ্য, ৭১-এর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মঙ্গলবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ