1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩
  • ৬৪ Time View
basiবিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ সালুসতিয়ানো স্যানচেজ ব্যাজকুয়েজ ১১২ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে পাড়ি জমালেন। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসধারী এই বৃদ্ধ গত শুক্রবার নিউইয়র্কের গ্র্যান্ড আইল্যান্ডের একটি নার্সিং হোমে মারা যান।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে  শনিবার বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ১৯০১ সালের ৮ জুন স্পেনের একটি গ্রামে জন্ম নেন সালুসতিয়ানো। ১৭ বছর বয়সে তিনি কিউবা যান।
সেখানে আখের খেতে শ্রমিক হিসেবে কাজ করেছেন তিনি। ১৯২০ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। কেন্টাকির কয়লাখনিতে কাজ করতেন তিনি। পরে সেখান থেকে যান নিউইয়র্ক।
গত ১২ জুনে ১১৬ বছর বয়সে জিরোমন কিমুরার মৃত্যুর পর স্যানচেজ ব্যাজকুয়েজই ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ।
সালুসতিয়ানের মৃত্যুর পর এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ ইতালির ১১১ বছর বয়সী আরতুরো লিকাতা। আর সবচেয়ে বয়স্ক নারী জাপানের ১১৫ বছর বয়সী মিসাও ওকাআ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ