1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন

মেক্সিকো সিটিতে শিক্ষক-পুলিশ সংঘর্ষ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৩
  • ৮৭ Time View

maxমেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে শুক্রবার শিক্ষাব্যবস্থা সংস্কারের পদক্ষেপের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। নগরীর জোকালা স্কয়ার থেকে আন্দোলনকারীদের হটিয়ে দিয়েছে পুলিশ। এসময় তারা শিক্ষকদের ওপর কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। তবে এতে কতজন হতাহত হয়েছে সে খবর পাওয়া যায়নি।

মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটো অনুমোদিত শিক্ষাসংস্কার পদক্ষেপের বিরুদ্ধে তিন সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। নতুন ব্যবস্থার মধ্যে শিক্ষকদের মূল্যায়ন পরীক্ষা দেওয়ার বিধান রয়েছে। মূলত এর বিরুদ্ধে আন্দোলন করছেন শিক্ষকরা। শিক্ষকদের হটিয়ে দিতে গেলে পুলিশের ওপর পেট্রোল বোমা ছুড়ে মারে কয়েকজন আন্দোলনকারী। এর আগে শিক্ষকদের জোকালো স্কয়ার ছেড়ে দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল সরকার। কর্তৃপক্ষের দাবি, স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জোকালো স্কয়ার খালি করা হয়েছে।

জোকালো স্কয়ার ত্যাগ করার শেষ দিন ছিল শুক্রবার। ওই দিনের মধ্যে আন্দোলনকারীদের অনেকে শান্তিপূর্ণভাবে স্কয়ার ছেড়ে চলে যায়। কিন্তু কিছু সংখ্যক আন্দোলনকারী সরকারি নির্দেশ উপেক্ষা করে সেখানে অবস্থান করে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাঁজোয়া যান ও হেলিকপ্টার নিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ বাধে। আন্দোলনকারীদের অস্থায়ী তাবু ভেঙে দেয় নিরাপত্তা বাহিনী।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ