1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

সিরিয়া প্রস্তাব নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৩
  • ৮৮ Time View

siriaসিরিয়ার রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক পর্যবেক্ষকদের হাতে তুলে দেয়ার ব্যাপারে রাশিয়ার প্রস্তাব নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য দেশ নিউ ইয়র্কে বৈঠকে বসেছে।

রাসায়নিক অস্ত্র সমর্পণের ব্যাপারে কোন ধরনের পরিকল্পনা ব্যর্থ হলে দামেস্কের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে এক খসড়া প্রস্তাব এনেছে ফ্রান্স। যাতে রাশিয়া আপত্তি জানিয়েছে।

রাসায়নিক অস্ত্র সমর্পণের বিষয়টি নিয়ে সমাধানের জন্য বাধাধরা কিছু শর্ত আরোপে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স আগ্রহী হলেও, রাশিয়া চাচ্ছে না এ বিষয়ে কোন ধরনের বাধ্যবাধকতা থাকুক।

এদিকে জেনেভায় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বৈঠক হবার কথা রয়েছে।

বিবিসি জানিয়েছে, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার পর একটি সুনির্দিষ্ট পরিকল্পনা বা সমাধান আসতে পারে। এর আগে সিরিয়া রাসায়নিক অস্ত্র থাকার কথা স্বীকার করে এবং আন্তর্জাতিক নিয়ন্ত্রণে এসব অস্ত্র হস্তান্তরের বিষয়ে রাশিয়ার প্রস্তাব তারা মেনে নিতে রাজী আছে।

আর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় রাসায়নিক হামলার জবাব দিতে মার্কিন কংগ্রেসের ভোটাভুটি স্থগিত করে কুটনীতিক উদ্যোগের পথে এগিয়েছেন।

রাসায়নিক অস্ত্র আত্মসমর্পণের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তোলার কথা বলেন তিনি। তবে সেইসাথে তিনি এও বলেন যে কুটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে তার দেশ সামরিক অভিযান চালাতে প্রস্তুত। এদিকে জাতিসংঘ বলছে, সিরিয়ায় যুদ্ধাপরাধের ঘটনা ঘটছে এবং এজন্য উভয় পক্ষই দায়ী।

২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে অভ্যূত্থানের পর থেকে সিরিয়ায় এক লাখেরও বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে।

জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, গত প্রায় আড়াই বছর ধরে সিরিয়ার জনগণকে রক্ষা করতে সবাই ব্যর্থ হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ