যারা ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে তাদের প্রতিহত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।
হেফাজতের নাম উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ হেফাজত কিংবা এই জাতীয় প্রতিষ্ঠান যারা ধর্মের মোড়কে ব্যবসা করছে, মানুষকে বিভ্রান্ত করছে তাদেরকে প্রতিহত করে বাংলাদেশে মুক্তিযুদ্ধের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য সকল মানুষের সহযোগিতার ভিত্তিতে আমাদের সরকার কাজ করবে।”
শনিবার দুপুরে চাঁদপুরের কচুয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।