1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ নির্বাচনের তফসিলে তারিখ ছাড়াও যা যা থাকে ইসলামিক কর্মকাণ্ড না চললে মসজিদ থেকে লাভ নেই : ধর্ম উপদেষ্টা ৬ ঘণ্টা অবরুদ্ধ থেকে সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা তফসিল ঘোষণার পর আসিফ-মাহফুজের পদত্যাগপত্র কার্যকর হবে : প্রেসসচিব আগামী নির্বাচন একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ : প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরবে : গয়েশ্বর মস্কোর কাছে বিধ্বস্ত রুশ সামরিক কার্গো বিমান, নিহত ৭ সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ, অপেক্ষা তফসিলের জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন

সোনিয়া গান্ধী বললেন- ভারতে দুর্নীতি বড় সমস্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জানুয়ারি, ২০১৩
  • ১৪৩ Time View

ভারতের বর্তমান ইউপিএ সরকার তার দুই মেয়াদে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার বেশির ভাগই পূরণ হয়েছে। গতকাল এক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এ ঘোষণা দেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দের একটি মন্তব্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তিনি বলেছেন, হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের মদত দিচ্ছে আরএসএস ও বিজেপি। গতকাল এ খবর দিয়েছে বার্তা সংস্থা টিএনএন। এতে বলা হয়েছে, জয়পুরে কংগ্রেসের চিন্তন শিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ভাষণ দেন। এ সময় মনমোহন সিং আশা প্রকাশ করেন জয়পুর চিন্তন শিবির তার দলকে নতুন নির্দেশনা দেবে। তিনি তার সরকারের সাফল্য তুলে ধরেন অনুষ্ঠানে। সরকার যেসব সাফল্য অর্জন করেছে তা জনগণের কাছে পৌঁছে দিতে তিনি গণসংযোগের কৌশলকে উন্নত করার ওপর জোর দেন। মনমোহন সিং বলেন, ইউপিএ সরকারের আমলে দেশে দারিদ্র্য কমেছে। জনগণ কেন্দ্রীয় বিভিন্ন স্কিমের অধীনে উপকৃত হয়েছে। তিনি দাবি করেন, পূর্ববর্তী এনডিএ সরকারের চেয়ে তাদের ইউপিএ সরকার অনেক ভাল কাজ করেছে। তিনি কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় সামপ্রতিক উত্তেজনা প্রসঙ্গে বলেন, আমরা প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রত্যাশা করি। এ ক্ষেত্রে তাদেরও সদিচ্ছা থাকতে হবে। মনমোহন সিংয়ের আগে দলের আগামী দিনের পথ নির্দেশনা দেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। দলে বিপুলসংখ্যক তরুণ নেতৃত্বের সমাগম ঘটছে- একে তিনি তার দলের একটি ইতিবাচক দিক হিসেবে তুলে ধরেন। দেশে দুর্নীতির বিরুদ্ধে তার দলকে অবশ্যই লড়াই করতে হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। সোনিয়া গান্ধী বলেন, আমি পুনর্বার বলতে চাই সমাজের সব স্তরে দুর্নীতি শেকড় গেড়েছে। এতে সমাজ আক্রান্ত হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। তিনি বলেন, জাতির সবচেয়ে বড় উদ্বেগ এ দুর্নীতিকে নিয়ে। ২০১১ সালের জুলাইয়ে দল যখন বুরারিতে সম্মেলন করেছিল তখন দুর্নীতির বিরুদ্ধে ৫ দফা এজেন্ডা হাতে নেয়া হয়েছিল। তার মধ্যে অন্যতম পার্লামেন্টে লোকপাল বিল উত্থাপন এবং প্রাকৃতিক সম্পদ বরাদ্দে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করা। ওদিকে এ সমাবেশেই স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল শিন্দে আরএসএস এবং বিজেপিকে ঘায়েল করেন। তিনি বলেন, সমঝোতা ট্রেন, মক্কা মসজিদ ও মালেগাঁও বিস্ফোরণের সঙ্গে জড়িত আরএসএস। এ দল ও বিজেপি হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের মদত দিচ্ছে। এর জবাব দিয়েছেন বিজেপির মুখপাত্র মুখতার আব্বাস নাকভি। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর এ মন্তব্যকে দুর্ভাগ্যজনক ও নিন্দনীয় বলে অভিহিত করেন। তিনি বলেন, ভারতে সন্ত্রাসীদের সমর্থন করার জন্য পাকিস্তানকে সতর্ক করার পরিবর্তে কংগ্রেস বিজেপিকে ঘায়েল করার চেষ্টা করছে। নাকভি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের জন্য সোনিয়া গান্ধী ও তার ছেলে রাহুল গান্ধীকে অবশ্যই ক্ষমা চাইতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ