‘কোরবানি ছাড়া পদ্মাসেতু হবে না’

‘কোরবানি ছাড়া পদ্মাসেতু হবে না’

আওয়ামী লীগের উপদেষ্টা ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘বলি’ বা ‘কোরবানি’ ছাড়া পদ্মা সেতু হবে না। এটি করলে সেতু না হলেও অন্তত ভিত্তিপ্রস্তর স্থাপন করা যাবে। দুপুরে সিলেটে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এমসি কলেজ মাঠে ঘুড়ি উৎসবের অতিথি সুরঞ্জিত বলেন, ঈদের আগে যেমন কোরবানি করতে হয়, তেমনি একটি ‘কোরবানি বা বলি’ দিলে পদ্মাসেতু না হলেও অন্তত এর ভিত্তি প্রস্তর স্থাপন হবে। বিরোধী দলের তত্ত্বাবধায়ক দাবির বিষয়ে তিনি বলেন, জাতির এখন প্রয়োজন নিরপেক্ষ স্বাধীন নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশন। যার কাছে জাতি আস্থা রাখতে পারে। সকলের আশা পূরণের জন্য যিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করবেন। নির্বাচন করবে নির্বাচন কমিশন। বিরোধী দলকে সংসদে ফেরার আহবান জানিয়ে তিনি বলেন, শর্তহীন হয়ে পার্লামেন্টে আসুন। মুখে বলবেন অবাধ সুষ্ঠ নির্বাচন আর বেনামে যুদ্ধাপরাধী বাঁচানোর আন্দোলন করবেন তা হবে না।

অন্যান্য অর্থ বাণিজ্য জেলা সংবাদ পাঠক মতামত বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর