1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২০ অপরাহ্ন

‘আবদুল জলিল মিয়া পারিবারিক বিশ্ববিদ্যালয়’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩
  • ১৫৭ Time View

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সম্পর্কে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আগে শুনেছি পীরগঞ্জ বিশ্ববিদ্যালয়। এখন শুনছি আবদুল জলিল মিয়া পারিবারিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে চাকরি করছেন উপাচার্যের নিজ এলাকা পীরগঞ্জের আত্মীয়স্বজন। উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। তাঁর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে।’
আজ বুধবার বিকেলে রংপুর টাউন হলে জেলা জাতীয় পার্টি আয়োজিত এক কর্মিসভায় দলের চেয়ারম্যান এরশাদ এ কথা বলেন।
জাতীয় পার্টির কর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, ‘ডু অর ডাই। যেভাবেই হোক জাতীয় পার্টিকে ১৫১টি আসন পেতে হবে। এ জন্য দলকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। দলের নেতা-কর্মীদের মধ্যে “নো মারামারি, নো ঝগড়াঝাঁটি”।’
বিশ্বজিত্ হত্যাকাণ্ড প্রসঙ্গে এরশাদ বলেন, ‘এটি একটি নারকীয় হত্যাকাণ্ড।’ তাই প্রতিবছর ৯ ডিসেম্বর বিশ্বজিত্ দিবস হিসেবে জাতীয় পার্টি পালন করবে বলে তিনি ঘোষণা দেন।
তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে এরশাদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠন হওয়ার আর কোনো বিকল্প নেই। এ অবস্থায় বিএনপি নির্বাচনে না এলে বিশ্বের কাছে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে। তিনি আরও বলেন, ‘এই মহাজোট সরকারের কাছে জাতীয় পার্টি কিছুই পায়নি। পেয়েছে শুধু একজন মন্ত্রী।’
রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মসিউর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সভাপতিমণ্ডলীর সদস্য তাজুল ইসলাম চৌধুরী, শওকত হোসেন, জয়নাল আবেদীন, আবদুর রশিদ সরকার ও সাবেক সাংসদ করিম উদ্দিন ভরসা, সালাউদ্দিন কাদেরী, আবদুর রাজ্জাক প্রমুখ।
এদিকে আজ বেলা একটার দিকে দর্শনার মোড়ে অবস্থিত এরশাদের পল্লি নিবাসে পীরগাছা ও কাউনিয়া উপজেলার জাতীয় পার্টির কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় ১০ জন আহত হন। আহত লোকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পীরগাছা ও কাউনিয়া এই দুই উপজেলা নিয়ে রংপুর-৪ আসন। সামনের সংসদ নির্বাচনে এই দুই উপজেলায় করিম উদ্দিন ভরসা ও মাহবুবার রহমান প্রার্থী হতে চান। এ নিয়েই আজ এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দলের একাধিক সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ