1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধবিরোধীদের সমর্থন নয়: ভারত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১২
  • ৯৯ Time View

বাংলাদেশের স্বাধীনতার বিরোধীরা কখনো ভারতের সমর্থন পাবে না এবং তা দেশটির সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত বলে জানিয়েছেন ঢাকায় দেশটির ভারপ্রাপ্ত মিশন প্রধান।

বিজয়ের মাসে বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় মঞ্চে এক আলোচনা সভায় ভারপ্রাপ্ত হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী তার দেশের অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, “যারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল ভারত কোনোদিনও তাদের সমর্থন দেবে না। এটা শুধু আমার কথা নয়। এটা ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বক্তব্য, যা আমি আপনাদের জানিয়ে দিলাম।”

স্বাধীন ভূমির জন্য ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে বাঙালির পাশে দাঁড়িয়েছিল ভারত, আশ্রয়ও দিয়েছে লাখ লাখ মানুষকে।

বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বিদেশি বন্ধু হিসেবে বড় অবদান রাখায় প্রতিবেশী দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ। গত বছর ঢাকা সফরের সময় সেই সম্মাননাপত্র গ্রহণ করেন তার পূত্রবধূ সোনিয়া গান্ধী।

একাত্তরের মুক্তিযুদ্ধে সহায়তার জন্য ভারতীয় সেনাবাহিনীর সদস্যদেরও সরকারের পক্ষ থেকে সম্মাননা দেয়াকে ‘বিশাল ব্যাপার’ আখ্যায়িত করে সন্দীপ চক্রবর্তী বলেন, ভারত-বাংলাদেশ মৈত্রী অনেক দূর যাবে।

বাংলাদেশ যেন একটি উন্নত দেশ হতে পারে সেজন্য ভারত বিভিন্ন সহায়তা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম।

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, মোস্তফা জালাল মহিউদ্দিন সভায় বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ