জাতীয় ঐক্য গড়ার আহবান খালেদার

জাতীয় ঐক্য গড়ার আহবান খালেদার

দেশের গণতন্ত্র রক্ষায় মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিজয় দিবস উপলক্ষে শনিবার রাতে এক বাণীতে তিনি এ আহবান জানান।

সেইসঙ্গে বিএনপি চেয়ারপারসন দেশবাসীসহ প্রবাসী বাংলাদেশীদের বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বাণীতে খালেদা জিয়া বলেন, আধিপত্যবাদী শক্তি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে গ্রাস করে একটি পদানত জাতিতে পরিণত করার অপপ্রয়াসে লিপ্ত রয়েছে।

“এই নীলনকশা বাস্তবায়নে এ দেশেরই কিছু চিহ্নিত মহল মদদ যুগিয়ে চলেছে। তাই ওই অপশক্তির হাত থেকে প্রিয় মাতৃভূমির স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে বিপদমুক্ত করতে স্বাধীনতা যুদ্ধের চেতনায় আমাদেরকে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’’

বাণীতে আরো বলা হয়, স্বাধীনতার পর বিভিন্ন সময়ে দেশের গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছে। মানুষের মৌলিক ও মানবিক অধিকার খর্ব হয়েছে। কিন্তু প্রতিবারই এদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ লড়াই-সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র ও মৌলিক অধিকার পুনরুদ্ধার করেছে।

খালেদা জিয়া স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

“আমি এই মহান বিজয়ের দিনে সেসব অকুতোভয় বীর সেনাদের সশ্রদ্ধ অভিবাদন জানাই।’’

একাত্তরের মুক্তিযুদ্ধে দেশের অগণিত নারীর আত্মাত্যাগের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিরোধী দলীয় নেতা।

অন্যান্য জেলা সংবাদ বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর