1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

বাংলার টেকসই স্থাপত্য’ শীর্ষক সেমিনারে পরিবেশবান্ধব স্বাস্থ্যসম্মত আবাসন নির্মাণের ওপর গুরুত্বারোপ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ ডিসেম্বর, ২০১২
  • ১০৯ Time View

জলবায়ু পরিবর্তনজনিত পরিবেশ ও প্রতিবেশের নানা সংকট, প্রাকৃতিক দুর্যোগ ও আর্থিক সক্ষমতার বিষয় মাথায় রেখে পরিবেশবান্ধব স্বাস্থ্যসম্মত টেকসই আবাসন নির্মাণের ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।

তারা বলেন, দুর্যোগকবলিত দেশ হিসেবে বাংলাদেশের আবাসনগুলো একদিকে টেকসই অন্যদিকে স্বাস্থ্যসম্মত হওয়া উচিত। প্রতিটি বাড়িতে পর্যাপ্ত সবুজের সমারোহ, আলো-বাতাস চলাচল নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে বাঁশ, মাটি ইত্যাদি দেশি উপকরণের দৃষ্টিনন্দন ব্যবহার নির্মাণ খরচ কমাতে সাহায্য করবে।

মঙ্গলবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), ফ্রান্স দূতাবাস ও আলিয়ঁস ফ্রঁসেজ আয়োজিত ‘সাসটেইন্যাবল আর্কিটেকচার ইন বেঙ্গল’ বা ‘বাংলার টেকসই স্থাপত্য’ সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

আইইবি চট্টগ্রাম কেন্দ্রে সেমিনারের উদ্বোধন পর্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ।

তিনি বলেন, সাশ্রয়ী ও টেকসই গৃহনির্মাণের কলাকৌশল, প্রযুক্তি, নকশা ও পরিকল্পনায় এ সেমিনার গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিশেষ করে পরিবেশ, আবহাওয়া, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি বিবেচনায় নিয়ে স্বাস্থ্যসম্মত, নিরাপদ, নির্মাণশৈলীতে সমৃদ্ধ আবাসন নির্মাণে বিশেষজ্ঞদের ভাবনা বিনিময় আমাদের প্রকৌশলীদের চিন্তার খোরাক জোগাবে।

তিনি কার্বন ডাই অক্সাইড নির্গমন রোধে বাসাবাড়িতে বেশি বেশি সবুজ গাছপালা লাগানোর সুযোগ সৃষ্টির পরামর্শ দেন।

আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হারুনের সভাপতিত্বে বিশেষ ‍অতিথি ছিলেন ফ্রান্স দূতাবাসের কালচারাল অ্যাটাশে আরনড লুইজিই।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সেমিনার কমিটির আহ্বায়ক অধ্যাপক ইঞ্জিনিয়ার রফিকুল আলম।

উদ্বোধন অনুষ্ঠান শেষে তিন পর্বের টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ, ভারত ও ফ্রান্সের প্রকৌশলীরা ১০টি প্রবন্ধ উপস্থাপন করেন।

সবশেষে ধন্যবাদ বক্তব্য দেন আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক স্যামুয়েল বারথে।

এদিকে, মঙ্গলবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের ষষ্ঠ তলায় দ্বিতীয় সেমিনার কক্ষের উদ্বোধন করেন কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হারুন। এ সময় কেন্দ্রের সাবেক চেয়ারম্যান, কাউন্সিল সদস্য ও বিপুলসংখ্যক প্রকৌশলী উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ