1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ অপরাহ্ন

ভারতীয় ব্যবসায়ীদের প্রতি বিনিয়োগের আহ্বান মন্ত্রীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১২
  • ১২৪ Time View

দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে বিনিয়োগ করতে ভারতীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ রয়েছে। বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে বিনিয়োগকারীদের এখানে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে। সব ধরনের বিনিয়োগে আন্তরিক সহযোগিতা দিচ্ছে সরকার।

জিএম কাদের বলেন, “ভারতের ব্যবসায়ীরা এ সুবিধা নিতে পারে। তারা এ দেশে বিনিয়োগ করলে দুই দেশই উপকৃত হবে, যা বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে পারে।”

ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ভারতীয় পণ্য ও সেবাসামগ্রীর প্রদর্শনী ‘ইন্ডিয়া শো’র উদ্বোধনী অনুষ্ঠানে সোমবার সকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সহায়তায় ‘উন্নয়নের লক্ষ্যে অংশীদারিত্ব’ শীর্ষক এ প্রদর্শনীর আয়োজন করেছে ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডষ্ট্রি (ফিকি)।

এতে ভারতের ৭০টির বেশি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের পণ্য ও সেবাসামগ্রী নিয়ে ১০০টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে।

প্রদর্শনীতে টেক্সটাইল, হস্তশিল্প, অটোমোবাইল ও খুচরা যন্ত্রাংশ, তৈরি পোশাক, ভোগ্যপণ্য, অলঙ্কার, স্বাস্থ্যসেবা, শিক্ষা, তথ্য প্রযুক্তি, কৃষি বাণিজ্য, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, নবায়নযোগ্য জ্বালানি ও হালকা যন্ত্রপাতি স্থান পেয়েছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রে সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রদর্শনী চলাকালে ব্যবসায়ী পর্যায়ে (বিটুবি) বৈঠকের ব্যবস্থা রয়েছে।

গোলাম কাদের আরো বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে দুই দেশের ব্যবসায়ীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। ভারতে বাংলাদেশের অনেক পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশকে শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধাও দিয়েছে ভারত। এ সুবিধা বাংলাদেশকে কাজে লাগাতে হবে।

তিনি মনে করেন, বাংলাদেশের শিল্পে যৌথ-বিনিয়োগ করে দুই দেশের ব্যবসায়ীরা লাভবান হতে পারেন। যৌথ বিনিয়োগের মাধ্যমেও বাংলাদেশ ও ভারতের বাণিজ্য ঘাটতি কমানো যেতে পারে।

ভারতের বাণিজ্য সচিব এসআর রাও, বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণ, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, ফিকির প্রেসিডেন্ট আরভি কনোরিয়া এবং ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আব্দুল মতলুব আহমেদ অনুষ্ঠানে বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ