‘ভান্তারা’ হলো, ভারতের গুজরাটের জামনগরে অবস্থিত বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী উদ্ধার, পুনর্বাসন ও সংরক্ষণ কেন্দ্র।
‘ভান্তারা’ হলো, ভারতের গুজরাটের জামনগরে অবস্থিত বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী উদ্ধার, পুনর্বাসন ও সংরক্ষণ কেন্দ্র।
নতুন উন্মোচিত ঘড়ির নাম ‘ভান্তারা ওয়াচ’। এটি চলতি বছরের ২১ জানুয়ারি উন্মোচিত করা হয়। ঘড়িটির ডায়ালের কেন্দ্রে রয়েছে হাতে আঁকা অনন্ত আম্বানির মূর্তি, যা তার বন্যপ্রাণী সংরক্ষণের প্রতি প্রতিশ্রুতি দেখায়। অনন্ত আম্বানির চারপাশে রয়েছে সিংহ ও রয়েল বেঙ্গল টাইগারের ছবি, যা ভান্তারা অভয়ারণ্যে রক্ষিত।
ঘড়িটিতে ৩৯৭টি রত্নপাথর ব্যবহার করা হয়েছে, যার মোট ওজন প্রায় ২২ ক্যারেট। এতে আরো রয়েছে ডেম্যানটয়েড গারনেট, সাভোরাইট, সবুজ নীলকান্তমণি এবং সাদা হীরা। প্রতিটি পাথর সৌন্দর্য যোগ করার জন্য সাবধানে বসানো হয়েছে।
কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলেছেন, নকশার কারণে সময় দেখা একটু কঠিন।
সূত্র : গালফ নিউজ।