1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন

যারা জঙ্গিবাদ সৃষ্টি করতে চায় তাদের প্রত্যাখ্যান করুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১২
  • ১১৯ Time View

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ সৃষ্টি করতে চায়, দুর্নীতি লুটপাট করে, তাদেরকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করতে হবে।’

বুধবার মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এক মহাসমাবেশের বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বিএনপি জামায়াত জোট সরকারের সময় জঙ্গিবাদের চিত্র তুলে ধরে বলেন, ‘বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া এতিমের টাকা লুটপাট করেছেন। এতিমের নামে বিদেশ থেকে যে টাকা এসেছিল, সে টাকা দিয়ে নিজের নামে জমি কিনেছেন। এতিমের টাকা লুটপাট মেনে নেওয়া যায় না। তাদের বিচার হতেই হবে। কোনো আহ্লাদ চলবে না। বিচার না হলে এতিমরা মানবে না।’

তিনি বলেন, ‘দেশের জনগণ যুদ্ধাপরাধীদের বিচার চায়। তাদের বিচার বাংলার মাটিতে হবেই হবে।’

তিনি বর্তমান সরকারের  উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, ‘আপনাদের ভোটে ক্ষমতায় এসে জনগণের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের কাজে যদি সন্তুষ্ট না হন, তাহলে আগামীতে ভোট দেবেন না। আর যদি সন্তুষ্ট হন তাহলে ভোট দেবেন। এই কাজের ধারাবহিকতা রক্ষার জন্য আবারও যদি আমাদের নির্বাচিত করেন, তাহলে আপনাদের জন্য আরও কাজ করে ২০২১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশে গড়ে তুলব।’

সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের জেলা সভাপতি অ্যাড. গোলাম মহিউদ্দিন।

প্রধানমন্ত্রী একদিনের সরকারি সফরে মানিকগঞ্জ গেছেন। বুধবার বেলা ১১টা ৫৪ মিনিটে সরকারি হেলিকপ্টারযোগে সেখানে পদ্মানদীর তীরবর্তী আরিচা ঘাটে অস্থায়ী হেলিপ্যাডে তিনি অবতরণ করেন।

২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর মানিকগঞ্জে এটিই তার প্রথম সফর।

এর আগে প্রধানমন্ত্রী আরিচা ঘাটে কর্ণফুলী, কপোতাক্ষ ও কুশিয়ারা নামের দেশি নির্মাণ প্রতিষ্ঠানের তৈরি করা বিশ্বমানের তিনটি ড্রেজার উদ্বোধন করেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়িত ক্যাপিটাল ড্রেজিং অব রিভার সিস্টেম ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় নদী খনন কার্যক্রমের উদ্বোধন করেন।

এরপর মানিকগঞ্জ সার্কিট হাউজে জেলার সার্বিক উন্নয়ন নিয়ে জেলা পর্যায়ের ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ