1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮ Time View

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার রাতে এভার কেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, গত শুক্রবারেই দেশের বাইরে যাওয়ার জন্য মেডিকেল বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছিল; কিন্তু একদিকে এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি, অন্যদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যব্যবস্থা বা স্বাস্থ্যের অবস্থা ওই সময়ের জন্য এয়ার অ্যাম্বুলেন্সের জন্য ফ্লাই করার উপযুক্ত না থাকার কারণে আমরা স্থানান্তর করতে পারিনি। কিন্তু উনার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড তারা দেশ এবং দেশের বাইরে থেকে সার্বক্ষণিকভাবে উনাদের পরামর্শ দিয়েছেন এবং আমাদের মেডিকেল বোর্ডের সদস্যরা যারা এখানে আছেন, তারা সবাই সেইটি বাস্তবায়নের জন্য সবসময় চেষ্টা করছেন। এবং সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি যাতে সর্বোত্তম সেবা উনার জন্য নিশ্চিত করা যায় এবং পৃথিবীর মধ্যে ভালো চিকিৎসা যেটি, সেটি যাতে উনি পেতে পারেন, সেইজন্য এখানে রেখেও দেশি-বিদেশি… পরামর্শক্রমে উনার চিকিৎসা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, আমরা খুবই আশাবাদী মেডিকেল বোর্ডের সকল সদস্যরাও আশাবাদী যে উনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের কথা বলেন। কিন্তু আমরা আপনাদের মাধ্যমে বিনীতভাবে অনুরোধ করতে চাই, উনার মতো এমন একজন নেত্রীর স্বাস্থ্যব্যবস্থার বা স্বাস্থ্য সম্পর্কে জানার আগ্রহ মানুষের থাকাটাই স্বাভাবিক। কিন্তু কোনো অবস্থাতেই আমরা যাতে আমাদের আবেগ বা অনুভূতি প্রকাশ করতে যেয়ে অতিরিক্ত প্রকাশ করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করি। সেই লক্ষ্যে আমরা বলতে চাই, উনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং উনি সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন। এবং উনি চিকিৎসাধীন আছেন, এটি নিয়ে কোনো অবস্থাতেই কোনো গুজবে কান না দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।

আরেক প্রশ্নে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, উনাকে যে চিকিৎসা দেওয়া হয়েছিল, দেওয়া হচ্ছে, সেই চিকিৎসা উনি আগের মতোই আমাদের মেডিকেল সাইন্সের ভাষায় যদি বলি- তিনি চিকিৎসা চালিয়ে যেতে পারছেন এবং ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেটি উনি গ্রহণ করতে পারছেন এবং সেটি উনি নিয়ে সত্যিকার অর্থে রেসপন্স করছেন।

উল্লেখ, বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। ৮০ বছর বয়সী খালেদা জিয়া হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনি জটিলতাসহ দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসায় কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ