1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ১১ ফিলিস্তিনি আহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৫২ Time View

অবৈধভাবে দখলকৃত পশ্চিম তীরে শুক্রবার ইসরায়েলি সেনাদের গুলিতে এবং অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় কমপক্ষে ১১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। চিকিৎসকদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আনাদোলু সংবাদ সংস্থা।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি এক বিবৃতিতে জানায়, জেরুজালেমের উত্তরে কাফর আকাব শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে দুই ফিলিস্তিনি গুলিবিদ্ধ হন।

বিবৃতিতে বলা হয়, আমাদের টিম দুইজন গুলিবিদ্ধ ব্যক্তিকে চিকিৎসা দিয়েছে— একজন হাঁটুর নিচে এবং অপরজন ১৭ বছর বয়সী এক কিশোর।
সে পায়ে গুলিবিদ্ধ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফাকে জানান, ইসরায়েলি পুলিশ ও সেনারা শহরটিতে অভিযান চালায়, কয়েকজন যুবককে ধাওয়া করে এবং গুলি ও স্টান গ্রেনেড ছুড়ে।

তারা আরো জানান, অভিযানের সময় ইসরায়েলি বাহিনী শহরের বেশ কিছু রাস্তা বন্ধ করে দেয় এবং স্থানীয় বাসিন্দা ও যানবাহনের চলাচলে বাধা সৃষ্টি করে।

এই অভিযানটি ঘটে কয়েক ঘণ্টা পর, যখন ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় জেনিনের দক্ষিণে কাবাতিয়া শহরে এক ফিলিস্তিনি পুরুষকে গুলি করে হত্যা করে।
এর আগে, বৃহস্পতিবার হেবরনের দক্ষিণে আর-রিহিয়া গ্রামে ফুটবল খেলতে থাকা এক ফিলিস্তিনি শিশুকেও ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ