1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:০১ অপরাহ্ন

আর্টিলারি রেজিমেন্টের ৯৪তম রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ ও শপথ সম্পন্ন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৬১ Time View

চট্টগ্রামের আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে আর্টিলারি রেজিমেন্টের ৯৪তম রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে আর্টিলারি সেন্টারের শহীদ মেজর নজমুল হক প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। ৯৪তম রিক্রুট ব্যাচে এক হাজার ২৩৭ জন সৈনিক কুচকাওয়াজ শেষে শপথ নিয়েছেন।

সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ অনুষ্ঠানে জিওসিকে স্বাগত জানান আর্টিলারি সেন্টার ও স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল আ. ফ মো. আতিকুর রহমান।
অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ আর্টিলারি সেন্টার ও স্কুলের সকল অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সৈনিকবৃন্দ, নবীন সৈনিকদের পরিবারবর্গ এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান রেজিমেন্ট অব আর্টিলারির গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় রেজিমেন্ট অব আর্টিলারির অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য রেজিমেন্ট অব আর্টিলারি এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের সকল নবীন সৈনিকদের প্রতি আহ্বান জানান।

আর্টিলারি রেজিমেন্টের ৯৪তম রিক্রুট ব্যাচের সব বিষয়ে সেরা সৈনিক নির্বাচিত হন মো. মুছাব্বির হোসেন, শরীর চর্চায় সেরা নবীন সৈনিক মো. সাব্বির খন্দকার, কুচকাওয়াজ সেরা কায়েছুর রহমান রিয়াদ এবং অস্ত্র প্রশিক্ষণে সেরা হয়েছেন মো. আতিকুর রহমান। সব শেষে প্রধান অতিথি প্রশিক্ষণের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নবীন সৈনিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ