1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত ৫

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৬২ Time View

পাকিস্তানে ইসরায়েলবিরোধী এক বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে বলে সোমবার এক বিবৃতিতে দেশটির পুলিশ জানিয়েছে।

ঘটনাটি ঘটে লাহোর থেকে ইসলামাবাদগামী ‘গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে’, পাকিস্তানের সবচেয়ে ব্যস্ত মহাসড়কগুলোর একটিতে। বিক্ষোভের ডাক দেয় কট্টর ইসলামপন্থী দল তেহরিক-ই-লাবাইক পাকিস্তান (টিএলপি), যারা আগেও বহুবার সহিংস বিক্ষোভের মাধ্যমে একাধিক সরকারকে বিব্রত করেছে।

পুলিশের তথ্যমতে, নিহতদের মধ্যে রয়েছেন একজন পুলিশ সদস্য, তিনজন বিক্ষোভকারী এবং একজন পথচারী।
সংঘর্ষে উভয় পক্ষের বহু মানুষ আহত হয়েছেন এবং ডজনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

দলটি শুক্রবার লাহোর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা শুরু করে, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ঘোষিত গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদে আয়োজন করা হয়েছিল।

পুলিশ সোমবার জানায়, পাঞ্জাব প্রদেশের মুরিদকে শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান চালালে টিএলপি সদস্যরা গুলি চালায় এবং ৪০টির বেশি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।

টিএলপি অভিযোগ করেছে, পুলিশই প্রথম গুলি চালিয়েছে, যাতে তাদের কয়েকজন নিহত ও আহত হয়। দলের নেতা সাদ রিজভিও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানায় সংগঠনটি; তার শরীরে তিনটি গুলির ক্ষত রয়েছে।

রিজভি রবিবার এক সংবাদ সম্মেলনে বলেন, তাদের কর্মসূচির উদ্দেশ্য ছিল ‘ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ’। তিনি বলেন, ‘আমাদের মিছিল ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে,’ যোগ করে বলেন, দলটি অতীতে ইসরায়েলি পণ্যের বয়কটের প্রচারণাও চালিয়েছে।

অন্যদিকে সোমবার যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস শেষ জীবিত ২০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ