1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

ফিলিপাইনে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৫০ Time View

ফিলিপাইনের দক্ষিণ উপকূলে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির ভূকম্পনবিদ্যা সংস্থা। ইতোমধ্যে সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার মিন্দানাও অঞ্চলের দাভাও ওরিয়েন্টালের মানয় শহরের সমুদ্র উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে।

ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলক্স) জানিয়েছে, ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।
ভূমিকম্পের পর আফটারশক হতে পারে এবং স্বাভাবিকের চেয়ে এক মিটারের বেশি উঁচু ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করেছে সংস্থাটি। মধ্য ও দক্ষিণ ফিলিপাইনের উপকূলের বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে অথবা দেশটির মধ্যাঞ্চলে দিকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

সুনামির সতর্কতা জারি করে মার্কিন সুনামি সতর্কীকরণ সংস্থা বলেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) মধ্যে অবস্থিত উপকূলে বিপজ্জনক সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে।

দক্ষিণ ফিলিপাইনের দাভাও ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর বলেন, ভূমিকম্প আঘাত হানার পর মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
ভূমিকম্পটি খুবই শক্তিশালী ছিল এবং এতে কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান গভর্নর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ