1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর করল স্পেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৫৪ Time View

ইসরায়েলের বিরুদ্ধে সম্পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে কার্যকর করেছে স্পেন। বুধবার স্পেনের পার্লামেন্ট সরকার ঘোষিত একটি ডিক্রি পাস করার মাধ্যমে এই নিষেধাজ্ঞা কার্যকর করে। খবর আনাদোলু সংবাদ সংস্থার।

খবরে বলা হয়, নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে কার্যকরের এই সিদ্ধান্তটি গত মাসে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ঘোষিত বৃহত্তর নিষেধাজ্ঞা প্যাকেজের অংশ।
বামপন্থী দল পোদেমোস ও অন্যান্য বাম ও আঞ্চলিক দলের সমর্থনে এই প্রস্তাবটি অল্প ব্যবধানে পাস হয়।

ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইসরায়েলের অন্যতম কঠোর সমালোচক হিসেবে পরিচিত স্পেন জানিয়েছে, এই ডিক্রির মাধ্যমে ইসরায়েলে বা ইসরায়েল থেকে সব ধরনের প্রতিরক্ষা সামগ্রী ও দ্বৈত-ব্যবহারযোগ্য প্রযুক্তির রপ্তানি ও আমদানি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, সম্ভাব্য সামরিক ব্যবহারের উপযোগী জ্বালানি বা সরঞ্জাম বহনকারী জাহাজ ও বিমানকে স্পেনের বন্দর ও আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

পোদেমোস দলের নেতা আয়োনে বেলারা শেষ মুহূর্ত পর্যন্ত তার দলের অবস্থান গোপন রাখেন।
ভোটের আগে তিনি বলেন, সরকারকে আরো এগিয়ে যেতে হবে— বিদ্যমান চুক্তিগুলো বাতিল করতে হবে এবং ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে।

তিনি এই ডিক্রিকে ‘ভুয়া নিষেধাজ্ঞা’ বলেও উল্লেখ করেন। তিনি অভিযোগ করে বলেন, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরও সরকার ইসরায়েলের সঙ্গে অস্ত্র চুক্তি বজায় রেখেছে এবং ‘ইসরায়েলগামী মার্কিন সামরিক সরঞ্জাম বহনকারী চারটি জাহাজকে’ স্পেনের বন্দরে ভিড়তে দিয়েছে।

মঙ্গলবার সংসদীয় বিতর্কে স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো এই নিষেধাজ্ঞাকে ‘একটি দৃঢ় পদক্ষেপ এবং আন্তর্জাতিক অঙ্গনে পথপ্রদর্শক উদ্যোগ’ হিসেবে অভিহিত করেন।

প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রোব্লেস বলেন, এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ, যা শুরু হয়েছিল গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর।
তিনি বলেন, স্পেন সেদিনই ইসরায়েলের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি বন্ধ করে দেয়।

এই নিষেধাজ্ঞা ইসরায়েলি দখলীকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি থেকে আমদানিও নিষিদ্ধ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ