1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

আবরার ফাহাদের শাহাদাত দিবসে ‘আধিপত্যবাদবিরোধী দিবস’ পালনের আহ্বান ডাকসুর

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৬৯ Time View

জাতির আত্মমর্যাদা, স্বাধীন চিন্তা ও প্রতিরোধের প্রতীক শহীদ আবরার ফাহাদের শাহাদাত দিবস উপলক্ষে ৭ অক্টোবরকে ‘আধিপত্যবাদবিরোধী দিবস’ হিসেবে পালনের আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম আজ সোমবার (৬ অক্টোবর) বিকেলে এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে সাদিক কায়েম বলেন, ‘আবরার ফাহাদের শাহাদাত শুধু একটি ঘটনা নয়, এটি জাতির আত্মমর্যাদা ও স্বাধীনতার প্রতীক। আমরা সবাই মিলে তার আত্মত্যাগকে ধারণ করে আধিপত্যবাদবিরোধী চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলব, যেন প্রতিটি নাগরিক স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হয়ে ওঠে।

তিনি দেশজুড়ে বিভিন্ন আয়োজনের মাধ্যমে এই দিনটি পালন করতে এবং তরুণদের মধ্যে শপথ জাগ্রত করার আহ্বান জানান যে, কোনো বিদেশি শক্তির আধিপত্য, প্রভাব বা অন্যায়ের কাছে আমরা কখনো মাথানত করব না।

শহীদ আবরার ফাহাদ বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক ও প্রেরণার বাতিঘর উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর শহীদ শরীফুজ্জামান নোমানীকে কুপিয়ে হত্যার মধ্য দিয়ে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাসে নির্মমভাবে ছাত্র খুন পুনরায় শুরু করে৷ দীর্ঘ নির্যাতন, নিপীড়ন, গুম, খুনের বিরুদ্ধে অব্যাহত প্রতিবাদের পর শহীদ আবরার ফাহাদের শাহাদাত গোটা জাতিকে ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে তোলে।

বিরোধী মতাদর্শ লালন করলেই হত্যা করার যে বৈধতা আওয়ামী লীগ উৎপাদন করেছিল, তা ক্রমে প্রতিরোধের মুখে পড়ে শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগের মধ্য দিয়ে উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়, একই সঙ্গে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আধিপত্যবাদী অপশক্তির বিরুদ্ধে চলমান এ লড়াই এক নতুন মাত্রা পায়। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী এই লড়াইয়ের পূর্ণতা আসে ২০২৪ সালে সংঘটিত জুলাই বিপ্লবে; শহীদ আবু সাঈদ, শান্ত, মুগ্ধ, ওয়াসিম, আলী রায়হান, তাহির, রিয়া গোপ ও নাসিমাদের শাহাদাতের মধ্য দিয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ