1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় চলছে বোমাবর্ষণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৫০ Time View

গাজায় বোমাবর্ষণ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বান উপেক্ষা করেই নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। শনিবার দিনভর চালানো হামলায় অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

শনিবার ইসরায়েলের বোমা হামলা-বিমান হামলায় নিহতদের মধ্যে অন্তত ৪৫ জন দুর্ভিক্ষপীড়িত গাজা শহরের বাসিন্দা।
স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন গাজা শহরের তুফাহ এলাকায় একটি আবাসিক ভবনে বোমা হামলায় চালায় ইসরায়েল। এতে অন্তত ১৮ জন নিহত ও আরো বহু মানুষ আহত হন। হামলায় আশেপাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়। এক বিবৃতিতে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে নিহতদের মধ্যে দুই মাস থেকে আট বছর বয়সী ৭ শিশু রয়েছে।

এদিন দক্ষিণ গাজার আল-মাওয়াসিতে একটি বাস্তুচ্যুত শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে দুই শিশুসহ অন্তত আটজন আহত হয়। তথাকথিত নিরাপদ অঞ্চল আল-মাওয়াসিতে যেতে ফিলিস্তিনিদের নির্দেশ দিয়ে আসছিল ইসরায়েলি বাহিনী। তবে সাম্প্রতিক সময়গুলোতে অঞ্চলটিকে বারবার লক্ষ্য বানাচ্ছে ইসরায়েল।

আজ-জাওয়ায়েদা থেকে আল জাজিরার সাংবাদিক হিন্দ খোদারি জানিয়েছেন, মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরসহ অন্যান্য এলাকায়ও বিমান হামলা চালানো হয়েছে। তিনি জানান, হতাহত ফিলিস্তিনিদের চিকিৎসা দেওয়ার সক্ষমতা নেই সেখানকার হাসপাতালগুলোতে। তীব্র জ্বালানি সংকটের মধ্যে চালু থাকা হাসপাতালে স্বাস্থ্যসেবা একবারেই সীমিত হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ