1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

রশিদ খানরা এগিয়ে, তবুও রিশাদে ভরসা রাখছেন মুশতাক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ Time View

এশিয়া কাপে ভালো সময় পার করছে না বাংলাদেশ দল। একইভাবে ভালো করতে পারছেন না রিশাদ হোসেনও। হংকংয়ের বিপক্ষে দুই উইকেট পেলেও অন্য বোলারদের তুলনায় কিছুটা খরুচে ছিলেন রিশাদ। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মাত্র এক ওভারেই দিয়েছিলেন ১৮ রান। সবমিলিয়ে রিশাদের পারফরম্যান্স বেশ সাদামাটাই।

এরপরও রিশাদকে নিয়ে আত্মবিশ্বাসী মুশতাক আহমেদ। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সে (রিশাদ) তরুণ লেগ স্পিনার। যখন আপনি একটি ওভারে বিশেষ করে প্রথম ওভারে কয়েক ধরনের বল করার চেষ্টা করবেন তখন একটু লাইন লেন্থ হারিয়ে ফেলে। আমি আজ ওর সাথে কথা বলেছি। ওর স্ট্রেন্থ হলো প্রথম তিন বলে ভালো জায়গায় বল করা, এরপর আত্মবিশ্বাস পেয়ে ভেরিয়েশন চেষ্টা করা। সে খুব দ্রুত শিখবে। পরিস্থিতি অনুযায়ী কোন বল করতে হবে বুঝতে পারবে।’

রিশাদকে প্রসেস অনুযায়ী কাজ করার পরামর্শ দিয়েছেন টাইগারদের স্পিন কোচ মুশতাক, ‘ওকে প্রসেস মাথায় রাখতে হবে। প্রসেস জানলে, কন্ডিশন ও সিচুয়েশন জানলে, ভালো জায়গায় বল করতে হবে। ভালো বল যেকোনো ব্যাটারের জন্য যেকোনো কন্ডিশনেই ভালো বল। লাল বলে সে বেশি খেলেনি। আমার কাজ হলো ওকে প্রসেস মনে করিয়ে দেওয়া, যতদিন পর্যন্ত ফলাফল না আসে।’

আফগানদের অভিজ্ঞ স্পিন বিভাগ থাকলেও টাইগার স্পিনারদের উপর ভরসা রাখছেন মুশতাক, ‘ওদের রশিদ ও অন্যরা আছে। তারা গত ১৫-২০ বছর ধরে খেলছে। অভিজ্ঞতা অনুযায়ী ওরা এগিয়ে। তার মানে এই নয় আমাদের স্পিনারদের ওপর আমাদের আস্থা নেই। পরিসংখ্যান দেখুন, আমাদের স্পিনাররা মিডল ওভারে ম্যাচ জেতায়, বিশ্বের দ্বিতীয় সেরা ইকোনোমি। আমাদের স্ট্রেন্থ মাথায় রাখতে হবে। তাহলে স্পিন বিভাগ ভালো করবে ইনশাআল্লাহ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ