1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন

ওমানের বিপক্ষে বড় জয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

এশিয়া কাপের প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ওমানের বিপক্ষে পাকিস্তান কত বড় ব্যবধানে জিতবে সেই আলোচনাই চলার কথা। যদিও নিজেদের ব্যাটিংয়ে ঠিক আহামরি প্রদর্শনী দেখাতে পারেনি পাকিস্তান। বিপরীতে বোলিংয়ে সম্ভাবনার ইঙ্গিত দেওয়া লক্ষ্য তাড়ায় নেমে মুখ থুবড়ে পড়ল। ১৬০ রান তাড়া করতে গিয়ে তারা মাত্র ৬৭ রানেই অলআউট। ফলে ৯৩ রানের বড় জয়ে ‍টুর্নামেন্ট শুরু করল সালমান আগার দল।

গতকাল (শুক্রবার) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওমানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। যেকোনো ফরম্যাটেই এটি দুই দলের প্রথম দেখা। যেখানে পাকিস্তানের শুরুটা ছিল ধীরগতির। দলীয় মাত্র ৪ রানেই ওপেনার সাইম আইয়ুব আউট হয়ে যাওয়ায় ৫ ওভারে কেবল দুটি বাউন্ডারিতে ৩১ রান আসে। তবে এরপরই গতিময় ব্যাটিংয়ে পরের ৫ ওভারে ওঠে ৫০ রান।

১০ ওভারে এক উইকেটে ৮৫ রান তোলা পাকিস্তান খেই হারিয়ে নিয়মিত বিরতিতে উইকেট খোয়াতে থাকে। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে তাদের পুঁজিটা দাঁড়ায় ৭ উইকেটে ১৬৭ রান। পাকিস্তানের পক্ষে ৪৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৬৬ রান করেন মোহাম্মদ হারিস। এর আগের ১১ ইনিংসে তিনি ১৫ রানের অঙ্কটাও পেরোতে পারেননি। তারই সুবাদে পাকিস্তান ম্যাচে লড়াইয়ের পুঁজি পেল। সাহিবজাদা ফারহানের সঙ্গে ৮৫ রানের জুটি গড়েন হারিস। যা ২৯ বলে ২৯ রান করা ফারহানের বিদায়ে ভাঙে।

মাঝে সালমান আগা, নাসান নওয়াজরা দ্রুতই ফিরেছেন। টেলএন্ডারে কেবল ১০ বলে ১৯ রানের ছোটো ক্যামিও আসে মোহাম্মদ নওয়াজের ব্যাটে। পাকিস্তানের সংগ্রহটা আরও বড় না হওয়ায় ভূমিকা রেখেছেন ওমানের অভিষিক্ত বোলার শাহ ফয়সাল ও অভিজ্ঞ স্পিনার আমির কালিম। দুজনেই ৩টি করে উইকেট নিয়েছেন।

লক্ষ্য তাড়ায় নেমে ওমান শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায়। তাই এক মুহূর্তের জন্যও কোনো সম্ভাবনা জাগাতে পারেনি মধ্যপ্রাচ্যের দেশটি। ওমানের প্রথম আট ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কে যেতে পারেন কেবল হাম্মাদ মির্জা (২৩ বলে ২৭) ও কালিম (১২ বলে ১৩)। বিপরীতে পাকিস্তানের হয়ে বল করা ৬ জনই উইকেট পেয়েছেন। দুটি করে উইকেট শিকার করেন সাইম আইয়ুব, ফাহিম আশরাফ ও সুফিয়ান মুকিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ