1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন

‘সর্বকালের সেরা ফুটবলারের’ স্বীকৃতি পেলেন রোনালদো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

বিশ্বকাপ ছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোর শোকেসে সব ট্রফিই শোভা পাচ্ছে। সেই আজন্ম স্বপ্ন পূরণ করতে ৪০ বছর বয়সেও ছুটছেন তিনি। ২০২৬ বিশ্বকাপে সেই স্বপ্ন পূরণ হয় কি না, সেটাই দেখার বিষয়।

তবে ফুটবলের সবচেয়ে মর্যদাপূর্ণ ট্রফির স্বপ্নপূরণের আগে রোনালদোর নামের পাশে শিরোপার সংখ্যা বাড়ছেই।
গতকাল যেমন ‘সর্বকালের সেরা ফুটবলারের’ এক পুরস্কার জিতেছেন তিনি। পুরস্কারটা অবশ্য তার দেশ পর্তুগালের সর্বোচ্চ লিগ দিয়েছে। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে ফুটবল বিশ্বকে দারুণ সব স্মৃতি উপহার দেওয়ার স্বীকৃতি দিয়েছে পর্তুগিজ ফুটবল লিগ।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ (২২৩) ও গোলদাতাকে (১৪১) পুরস্কার দেওয়া বিষয়ে লিগা পর্তুগাল কর্তৃপক্ষ বিবৃতিতে লিখেছে, ‘লাখ লাখ মানুষের আদর্শ, সে একটা ‍যুগকে সঙ্গায়িত করেছে।
বিশ্ব ফুটবলে অমোচনীয় এক পদচিহ্ন এঁকেছে। ব্যক্তিগত রেকর্ড, শিরোপা এবং মিডিয়াতে প্রভাব রাখার মাধ্যমে এমন এক উত্তরাধিকার তৈরি করেছে, যা তাকে সর্বকালের সেরা হিসেবে স্থান দেয়।’

পোর্তো শহরে হওয়া অনুষ্ঠানে অবশ্য সশরীরে উপস্থিত ছিলেন না রোনালদো। পুরস্কার পেয়ে কৃতজ্ঞা জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ।
আল নাসরের স্ট্রাইকার এক ভিডিও বার্তায় বলেছেন, ‘সর্বকালের সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়ায় লিগ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। দেশের হয়ে এই পুরস্কার জেতা আমার জন্য বিশাল সম্মানের। অবিশ্বাস্য ট্রফি জয়ের পথে আমার পুরো ক্যারিয়ারে সহায়তা করা সতীর্থ-কোচদের ধন্যবাদা জানাই। সঙ্গে যারা আমাকে আরো ভালো হতে সহায়তা করেছে।’

বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে বাছাই পর্বে একটা কীর্তি গড়েছেন রোনালদো।
সর্বশেষ হাঙ্গেরির বিপক্ষে ৩-২ ব্যবধানের জয়ের ম্যাচে এক গোল করে বিশ্বকাপ বাছাই পর্বে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এত দিন এককভাবে এই কীর্তির মালিক ছিলেন গুয়েতামালার কার্লোস রুইজ। দুজনের গোল এখন ৩৯টি। গুয়েতেমালার সাবেক স্ট্রাইকারকে পেছনে ফেলাটা এখন সময়ে বিষয় রিয়াল মাদ্রিদ কিংবদন্তির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ