1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

চার্লি কার্কের হত্যাকাণ্ডে তারেক রহমানের নিন্দা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ Time View

যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনৈতিক কর্মী ও ভাষ্যকার চার্লি কার্ককে (৩১) গুলি করা হত্যার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বুধবার দিবাগত রাত এক বিবৃতিতে তিনি বলেন, ব্যক্তির ধর্ম, মতাদর্শ, দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন, কারো জীবন এই ঘৃণ্য পদ্ধতিতে শেষ হওয়া উচিত নয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি একথা বলেন।

তারেক রহমান বলেন, চার্লি কার্কের মৃত্যুতে সারা বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে।
কারণ, একটি গণতান্ত্রিক সমাজে কেবলমাত্র রাজনৈতিক বিশ্বাস ও সক্রিয়তার কারণে কখনোই কাউকে সহিংসতার শিকার হওয়া উচিত নয়। ব্যক্তির ধর্ম, মতাদর্শ, দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন, কারো জীবন এই ঘৃণ্য পদ্ধতিতে শেষ হওয়া উচিত নয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, আমি এই হামলার তীব্র নিন্দা জানাই এবং নিহতের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা ও প্রার্থনা জানাচ্ছি।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন মার্কিন ডানপন্থী কর্মী ও ভাষ্যকার চার্লি কার্ক।
তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং ইসরায়ের কট্টর সমর্থক ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ