1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

নির্বাচন যথাসময়ে হবে: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ Time View

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে কিছু সংখ্যক ব্যক্তি অথবা রাজনৈতিক দল অযথা অযাচিতভাবে শঙ্কা সৃষ্টি করবার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ সেই সমস্ত বিষয়কে সমর্থন করবে না। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং নির্বাচনটি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতির বিষয়ে সভাস্থান ঘুরে দেখে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঠাকুরগাঁও বিএনপি ব্যক্তিগতভাবে আমার জন্য একটি ইমোশনাল ইস্যু। বিএনপি প্রতিষ্ঠা হওয়ার পর এটি একটি ভালো সংগঠন ছিল। কিন্তু এরশাদ সাহেব আসার পরে এই সংগঠনের ধ্বস নেমে যায়। আমাদের বিএনপি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। সেই সময়ে আমরা এই সংগঠনের দায়িত্বে আসি। আমরা তিলে তিলে কাজ করি। সেই সংগঠন আজকে বড় রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

তিনি বলেন, ১৫ বছর আমরা সম্মেলনের কথা ভাবতেও পারিনি, সে সময়ের ফ্যাসিস্ট আওয়ামী নির্যাতনের ফলে। সম্মেলন করার সুযোগ সৃষ্টি হয়নি।

অন্যদিকে আমাদের নেতাকর্মীদের ওপর নিষ্ঠুর নির্যাতন করে জেলে পাঠানো হয়েছে। চরম নিষ্ঠুর পরিবেশের মধ্য দিয়ে বিএনপিকে কাজ করতে হয়েছে। সেই ঠাকুরগাঁও বিএনপি আবার এখন উজ্জীবিত হয়েছে। সবকিছু অতিক্রম করে তরুণ ও পুরোনোদের সঙ্গে নিয়ে আগামীকাল অত্যন্ত সফল সম্মেলনের জন্য প্রস্তুতি নিয়েছে।

মির্জা ফখরুল বলেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে সংগঠনের প্রাণ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে অংশ নেবেন। যেটা ঠাকুরগাঁও জেলা বিএনপির অত্যন্ত আনন্দের বিষয়। আমি আশা করি, ঠাকুরগাঁও বিএনপির জন্য নতুন দিগন্ত সৃষ্টি করবে।

এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এর আগে, ২০১৭ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ