1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন

ইউএস ওপেন ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএস ওপেন পুরুষ এককের ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন। তিনি টুর্নামেন্টের একজন কর্পোরেট ক্লায়েন্টের অতিথি হিসেবে ম্যাচটি সেই ক্লায়েন্টের স্যুইট থেকে উপভোগ করবেন বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে ইউএস টেনিস অ্যাসোসিয়েশন (ইউএসটিএ)।

তবে ট্রাম্প কোন ক্লায়েন্টের অতিথি হিসেবে যাচ্ছেন, তা প্রকাশ করেনি ইউএসটিএ। ২০১৫ সালের পর এটাই হবে ইউএস ওপেনে ট্রাম্পের প্রথম উপস্থিতি।
নিউইয়র্কে বসবাসের সময় তিনি নিয়মিত এই গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে যেতেন। তবে রাজনৈতিক জীবন শুরু করার পর থেকে আর সেখানে দেখা যায়নি তাকে। বর্তমানে তিনি মূলত ফ্লোরিডার মার-আ-লাগো এস্টেটে থাকেন।

ট্রাম্প এর আগে বেশ কয়েকটি বড় ক্রীড়া আসরে উপস্থিত থেকে আলোচনায় এসেছেন।
এর মধ্যে রয়েছে নিউ অরলিন্সের সুপার বোল, ফ্লোরিডার ডেটোনা ৫০০, মায়ামি ও নিউ জার্সির ইউএফসি লড়াই, ফিলাডেলফিয়ার এনসিএএ রেসলিং চ্যাম্পিয়নশিপ এবং ইস্ট রাদারফোর্ডে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল।

এটি কোনো বর্তমান মার্কিন প্রেসিডেন্টের ইউএস ওপেন ফাইনালের উপস্থিতির বিরল ঘটনা। সর্বশেষ ২০০০ সালে বিল ক্লিনটন ইউএস ওপেন ফাইনালে উপস্থিত ছিলেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল অবশ্য ২০২৩ সালে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে অংশ নিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ