1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন

মরিনহোকে বরখাস্ত করল তুর্কি ক্লাব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৪৮ Time View

তুরস্কের জায়ান্ট ক্লাব ফেনারবাচের কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ‘স্পেশাল ওয়ান’-খ্যাত কিংবদন্তি পর্তুগিজ কোচ হোসে মরিনহোকে। মাত্র এক বছরের কিছু বেশি সময় ক্লাবটির দায়িত্বে ছিলেন পর্তুগালের এই নামকরা কোচ।

দুই দিন আগেই চ্যাম্পিয়নস লিগ প্লে-অফে বেনফিকার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ফেনারবাচ। এরপরই ঘটল মরিনহো অধ্যায়ের সমাপ্তি।

এক বিবৃতিতে ফেনারবাচ জানায়, ‘মরিনহোর সঙ্গে আমাদের পথ আলাদা হয়ে গেছে। তার অবদানের জন্য ধন্যবাদ জানাই। ভবিষ্যৎ ক্যারিয়ারে সাফল্য কামনা করি।’

৬২ বছর বয়সী মরিনহো রিয়াল মাদ্রিদ, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যামসহ ১০টি ক্লাব সামলেছেন।
ফেনারবাচে তিনি এক মৌসুমে দলকে লিগের রানার্সআপ বানালেও শিরোপা জেতাতে পারেননি। মাঠের বাইরেও বিতর্কে জড়িয়েছেন বারবার।

গত ফেব্রুয়ারিতে গোলশূন্য ড্রয়ের পর তার মন্তব্যকে ঘিরে ‘বর্ণবাদী’ আচরণের অভিযোগ তোলে প্রতিপক্ষ ক্লাব গালাতাসারায়। তারা জানায়, মরিনিওর বিরুদ্ধে তারা আইনি পদক্ষেপ নেবে।
তবে মরিনিও অভিযোগ অস্বীকার করে উল্টো ক্ষতিপূরণ দাবি করে মামলা করেন।

তুর্কি লিগের রেফারিদের মান নিয়েও একাধিকবার সমালোচনা করেন তিনি। এ কারণে তাকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হলেও পরে তা দুই ম্যাচে কমিয়ে আনা হয়।

রোমায় তিন বছরের মেয়াদ শেষে ২০২৩ সালে ফেনারবাহচেতে যোগ দেন মরিনিও। রোমার হয়ে তিনি জিতেছিলেন ক্লাবটির ইতিহাসের প্রথম ইউরোপীয় শিরোপা কনফারেন্স লিগ।

এর আগে চেলসির হয়ে তিনবার প্রিমিয়ার লিগ জেতা ছাড়াও ইন্টার মিলান ও পোর্তোর সঙ্গে চ্যাম্পিয়নস লিগ জয় করেন এই ‘স্পেশাল ওয়ান’। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ থাকা অবস্থায় ২০১৭ সালে ইউরোপা লিগ জেতান, যা ছিল ক্লাবটির এখন পর্যন্ত শেষ ইউরোপীয় শিরোপা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ