1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন

পূজারার অবসরে হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা কোহলির

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৬৪ Time View

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের অন্যতম ভরসার ব্যাটার চেতেশ্বর পূজারা। রোববার আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার। পূজারার অবসরের পর ভারতীয় ক্রিকেট মহলে শুরু হয়েছে আবেগঘন প্রতিক্রিয়া।

দীর্ঘদিনের সতীর্থ বিরাট কোহলি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ধন্যবাদ পূজি, চার নম্বরে আমার কাজটা সহজ করে দেওয়ার জন্য।
তোমার ক্যারিয়ার অসাধারণ। অভিনন্দন এবং আগামীর জন্য শুভকামনা। ঈশ্বর আশীর্বাদ করুন।’

প্রায় এক দশক ধরে ভারতের মিডল-অর্ডারে একসাথে ছিলেন কোহলি ও পূজারা।
দু’জন মিলে ৮৩ ইনিংসে করেছেন ৩৫১৩ রান, যার মধ্যে রয়েছে ৭টি সেঞ্চুরি জুটি ও ১৮টি অর্ধশতক পার্টনারশিপ।

২০১০ সালে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয় পূজারার। এরপর ১০৩ টেস্টে ৪৩.৬০ গড়ে করেছেন ৭১৯৫ রান। রয়েছে ১৯টি সেঞ্চুরি ও ৩৫টি অর্ধশতক।
বিশেষ করে ২০১৮-১৯ অস্ট্রেলিয়া সফরে ভারতের ঐতিহাসিক সিরিজ জয়ে (২-১) ছিল তার অসাধারণ ভূমিকা, করেছিলেন ৫২১ রান। ২০২০-২১ সিরিজেও লড়াকু ব্যাটিংয়ে নজর কাড়েন, করেছিলেন ২৭১ রান।

ফার্স্ট ক্লাস ক্রিকেটেও পূজারার রেকর্ড ঈর্ষণীয়। খেলেছেন ২৭৮ ম্যাচ, করেছেন ২১ হাজারের বেশি রান, ৫১.৮২ গড়ে করেছেন ৬৬টি সেঞ্চুরি।

ভারতের হয়ে তার শেষ ম্যাচ ছিল ২০২৩ সালে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, অস্ট্রেলিয়ার বিপক্ষে।

পূজারার বিদায়ের পর সতীর্থ ও ক্রিকেট মহল তাকে স্মরণ করছে ‘দৃঢ়তা, আত্মত্যাগ ও নিবেদনের প্রতীক’ হিসেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ