1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন

নিজেকে তরুণ দেখাতে অস্ত্রোপচার করেন রোনালদো!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৫৬ Time View

গত ফেব্রুয়ারিতে ৪০ বছর পূরণ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অথচ এখনও তিনি মাঠে নামলে মনে হয় যেন একজন ২৫-২৬ বছরের টগবগে তরুণ দৌড়াচ্ছেন। অনেক সময় তার গতির সঙ্গে পেরে উঠছে না ২০-২২ বছরের তরুণরাও। স্প্যানিশ সংবাদমাধ্যম দ্য মার্কা লিখেছে, রোনালদোর বয়স সূক্ষ্ম ওয়াইনের মতো, বিশেষ করে তার কিশোর বয়সের ছবি এবং বর্তমান ছবির তুলনা করলে- এমনটাই মনে হয়।

রোনালদো যখন খালি শরীরের ছবি তোলেন, তখন তাকে দেখলে মনে হয় কত তরুণ তিনি! তার চেহারায়ও ফুটে ওঠে তারুণ্য। কিন্তু ৪০ বছর বয়সেও এটি কীভাবে সম্ভব? তার পুরোটা জীবনই কাটছে মাঠে। কঠোর অধ্যাবসায়, শৃঙ্খলার মধ্যে থাকা, নিয়ম মেনে চলা এবং নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস- রোনালদোকে অন্যদের চেয়ে একটু আলাদা করেই রেখেছে। সারা বিশ্বের রোনালদোপ্রেমিক বা ফুটবল ভক্তরা আপাতত এমন তথ্যই জানে।

তবে রোনালদো ৪০ বছর বয়সেও তার তারুণ্যদীপ্ত চেহারার জন্য কিছুটা গোপন রহস্য লুকিয়ে রাখতে পারেন। রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ফুটবলারের তারুণ্য ধরে রাখা বা চির যৌবনের ভেতরগত কিছু রহস্যের কথা জানিয়েছেন এক প্লাস্টিক সার্জন। তার ধারণা, এই পর্তুগিজ তারকা স্পষ্টতই তার বর্তমান চেহারা এবং তারুণ্য অর্জনের জন্য কিছু অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেছেন।

ডেইলি মেইলের ইসাবেল বাল্ডউইন ক্রিশ্চিয়ানো রোনালদোর তারুণ্যদীপ্ত চেহারার রহস্য সম্পর্কে নিউ ইয়র্কের বিখ্যাত প্লাস্টিক সার্জন ডঃ এলি লেভিনের সাথে কথা বলেছেন। লেভিন কখনো রোনালদোর সাথে কাজ করেননি। তবে তিনি বিশ্বাস করেন, আল-নাসর এফসির এই তারকা তার তরুণ চেহারা ধরে রাখার জন্য অসংখ্য অস্ত্রোপচারে প্রচুর অর্থ ব্যয় করেছেন।

এখন প্রশ্ন আসতে পারে, কী ধরনের অস্ত্রোপচার করিয়েছেন রোনালদো? ড. লেভিন বিশ্বাস করেন, সিআর সেভেন তার নাকের আকৃতি উন্নত করার জন্য রাইনোপ্লাস্টি (যাকে নাকের কাজও বলা হয়) করিয়েছিলেন। এই সার্জনের বিশ্বাস, রোনালদোর নাকের হাড়কে ভেঙে নতুন আকার দেওয়া হয়েছে।

এছাড়া এর আগে রোনালদো যে অর্থোডন্টিক্স (দাঁতের সাইজ পরিবর্তনের চিকিৎসা) করিয়েছিলেন, তাও যোগ করতে হবে। এটি অবশ্য ক্রিশ্চিয়ানো তার পেশাদার জীবনের প্রথম দিকে লুকিয়ে রাখেননি। আরেকটু বাড়িয়ে বললে, দাঁতের চিকিৎসা যেমন ভেনিয়ার ব্যবহার করা হয় দাঁতকে সাদা এবং সোজা দেখানোর জন্য, সেটা করেছেন রোনালদো।

এছাড়াও লেভিন বিশ্বাস করেন, পর্তুগিজ এই তারকা উপরের মাড়ির জায়গা কমাতে অস্ত্রোপচার করিয়েছিলেন। সবমিলিয়ে লেভিনের দাবি, রোনালদোর তারুণ্যদীপ্ত চেহারা তার কঠোর অধ্যাবসায়, শৃঙ্খলার মধ্যে থাকা, নিয়ম মেনে চলা এবং নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের মাঝেই নিহিত নয়। বরং অস্ত্রোপচারের মাধ্যমেও নিজেকে আকর্ষণীয় করে রেখেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ