1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন

সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ক্লিন সিটি গড়া হবে : চসিক মেয়র

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৭৫ Time View

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়ে তোলা হবে। নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ রক্ষার স্বার্থে চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও আধুনিক নগরীতে রূপান্তরিত করা আমাদের মূল লক্ষ্য।

বুধবার (২০ আগস্ট) নগরীর টাইগারপাসস্থ চসিক কার্যালয় সংলগ্ন স্থানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আবুল খায়ের গ্রুপ অব ইন্ডাস্ট্রি চসিককে ১০টি ডিজেলচালিত টমটম ও ৪১টি ভ্যান প্রদান করে।

নতুন সরঞ্জাম হস্তান্তরের পর মেয়র জানান, এ উদ্যোগের ফলে নগরীর বর্জ্য সংগ্রহ ও পরিচ্ছন্ন কার্যক্রম আরও গতিশীল হবে।

এ সময় তিনি ধনাঢ্য ব্যক্তি ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধুমাত্র সরকারি উদ্যোগ নয় সমাজের সচ্ছল শ্রেণি ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে চট্টগ্রামকে দ্রুতই একটি পরিচ্ছন্ন, আধুনিক ও উন্নত নগরীতে রূপান্তর করা সম্ভব হবে।

শুধু বর্জ্য ব্যবস্থাপনাই নয়, নগরের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম নিয়েও মেয়র কথা বলেন। তিনি জানান, আমি মেয়র পদে দায়িত্ব নেওয়ার পর সবার সহযোগিতায় জলাবদ্ধতা নিরসনে প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন করেছি।
ইনশাআল্লাহ বাকি কাজ দ্রুত শেষ করা হবে এবং আগামী বছর নাগরিকরা এর আরও ভালো ফল ভোগ করবেন।

এ সময় চসিকের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ