1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

ভাসানীর মৃত্যুবার্ষিকী : বিএনপির দুইদিনের কর্মসূচি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ নভেম্বর, ২০১২
  • ১৫৫ Time View

আগামী ১৭ নভেম্বর মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুইদিনের কর্মসূচি গ্রহণ করেছে প্রধান বিরোধীদল বিএনপি।

দলটির সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীনের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির উদ্যোগে বিএনপি এ কর্মসূচি পালন করবে। কর্মসূচির মধ্যে রয়েছে- ১৬ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা। ১৭ নভেম্বর শনিবার সকাল ৯ টায় মওলানা ভাসানীর মাজারে পুসপমাল্য অর্পণ ও মাজার জিয়ারত এবং সকাল সাড়ে ৯টায় মাজার প্রাঙ্গণে আলোচনা সভা।

জাতীয় প্রেসক্লাবের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্মমহাসচিব বরকত উল্লাহ বুলু এমপি, বিশিষ্ট সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদসহ বিএনপির জাতীয় নেতৃবৃন্দ। সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন কমিটির আহ্বায়ক তরিকুল ইসলাম।

১৭ নভেম্বর শনিবার সকাল ৬টায় টাঙ্গাইলের সন্তোষের উদ্দেশ্যে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহবায়ক তরিকুল ইসলাম  ও সদস্য সচিব শামসুজ্জামান দুদুর নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের  নেতৃবৃন্দ রওনা হবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ